
টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন কৌশানী মুখোপাধ্যায়। বর্তমানে, অভিনেত্রী প্রায় প্রতিটা সিনেমাতেই বিশেষভাবে নজর কাড়ছে দর্শকদের। তথাকথিত কমার্শিয়াল ধারার ছবি থেকে কিছুটা সরে অভিনেত্রীকে অন্য রূপে প্রথমবার দেখা গেছিল রাজ চক্রবর্তী ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে।
এই সিরিজেও অভিনেত্রীর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। কিন্তু, গত দুর্গাপূজাও মুক্তিপ্রাপ্ত বহুরূপী সিনেমা কৌশানি জীবনে নয়া মোর এনে দেয়। আর, এখন সৃজিত মুখার্জীর ‘কিলবিল সোসাইটি’তে দারুন অভিনয়ের জন্য প্রশংসায় পাচ্ছেন কৌশানী।
কিন্তু এইসব কিছুর মাঝেই টলি পাড়ায় শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। ক্যারিয়ারের সাফল্যই নাকি অভিনেত্রীর জীবনে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। শোনা যাচ্ছে, বনি কৌশানীর মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও, সবকিছু আর আগের মতন স্বাভাবিক নেই।
একদিকে অভিনেত্রীর জীবন যেমন সাফল্যের জোয়ারে ভেসে যাচ্ছে অন্যদিকে তেমন বনির ঝুলিতে সেই অর্থে কোনো কাজই নেই। আর, পেশাগতভাবে এই তারকা জুটি যখন একই দুনিয়ায় রয়েছে তখন সমালোচকেরা খুব একটা ভালো চোখে দেখছে না।
সত্যিই কি বনি কৌশানীর সম্পর্কে চিড় ধরেছে নাকি সবটাই গুজব? এই প্রশ্নের উত্তর জানার জন্য শহরের এক সংবাদ মাধ্যম অভিনেতার সঙ্গে যোগাযোগ করেন। প্রাথমিকভাবে এই প্রশ্নের সম্মুখীন হয়ে কার্যত অবাক হয়ে যান বনি সেনগুপ্ত।
অভিনেতা বললেন, “এই সব আলোচনার জন্যই আমাদের ইন্ডাস্ট্রি আর বড় হবে না। কোনও দিন কারও ভাল দেখতে পারে না। এমনটাও যে কথা হতে পারে আমি ভাবতেই পারছি না। যে দিন ‘কিলবিল সোসাইটি’র প্রিমিয়ার ছিল সেই দিন আমার ওড়িয়া ছবিরও বিশেষ স্ক্রিনিং ছিল। আমি উড়িষ্যাতে ছিলাম তাই আসতে পারিনি। কৌশানীর অভিনয় দর্শকের ভাল লাগছে, তা শুনে সবচেয়ে বেশি আনন্দিত আমি”।
আরও পড়ুনঃ “কমলিনীর রান্না নয়, জন্মদিনে ডলের কেকে মন ভরছে স্বতন্ত্রর! দর্শক বলছে– “তাই তো ভাবি লীনা পিসির লেখাতে এক জনকে নিয়ে পঞ্চাশ জন না টানাটানি করলে চলে!” ‘চিরসখা’য় নতুন ঠাকুরপোর জীবনে অন্য নারী!
প্রসঙ্গত অভিনেতা জানান, মুম্বাইয়ে একটি ওয়েব সিরিজের জন্য অভিনেত্রীর খোঁজাখুঁজি চলছে। আর এই খবর পাওয়া মাত্রই সে সিরিজ নির্মাতাদের কৌশানীর কথা ভেবে দেখতে বলেছেন। এরপর বনি বললেন, “আমি বিরক্ত এমন আলোচনায়। যদি আমাদের মধ্যে ঝামেলা হত তা হলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতাম না। ২০ মে আমরা সব বন্ধু মিলে বালি, ব্যাঙ্কক ঘুরতে যাচ্ছি”। তবে এর আগেও এই জুটি সম্পর্কের কথা আলোচনায় এসেছিল। কিন্তু, এসব ব্যক্তিগত কথা নিয়ে তাঁরা কোনদিনও প্রকাশ্যে স্বীকার করেনি।