
স্টার জলসার বর্তমানে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি ‘চিরসখা’ (Chiroshokha), প্রথম থেকেই দর্শকদের মধ্যে এক আলাদা জায়গা করে নিয়েছে। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে ‘স্বতন্ত্র বোস’ (Sudip Mukherjee)। যিনি একদিকে গল্পের প্রধান মহিলা চরিত্র কমলিনীর (Aparajita Ghosh Das) প্রয়াত স্বামীর পুরনো বন্ধু, আবার অন্যদিকে সেই পরিবারের প্রধান পুরুষও বটে। সমাজের যতই কটুক্তি ধেয়ে আসুক, কমলিনীকে নিয়ে তাঁর সম্পর্কে যতই প্রশ্নই উঠুক না কেন, স্বতন্ত্র সবসময় কমলিনীর পাশে থাকেন।
বর্তমানে ধারাবাহিকের গল্পে একাধিক মোড় এসেছে। একদিকে বর্ষার সাথে বুবলাই এর বিয়ের পড় কমলিনীকে পুত্রবধূরের কাছে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে, অন্যদিকে নতুন ঠাকুরপোর সাথে তাঁকে যোগ করে চরিত্রে দাগ লাগানো চেষ্টা চালাচ্ছে অনেকে জেনে স্বতন্ত্র নিজেই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। স্বতন্ত্রর এই সিদ্ধান্তে কমলিনী বিষ ভেঙে পড়ে কিন্তু পরিস্থিতির চাপে চুপ করে থাকতে বাধ্য হয়। সম্প্রতি নতুন প্রোমোতে দেখানো হয়েছে, স্বতন্ত্রের জন্মদিনের দিন কমলিনী কিছু খাবার রান্না করে তাঁর বাড়ি নিয়ে যায়।
সেখানে গিয়ে কমলিনী দূরে দাঁড়িয়ে দেখতে পায়, ধুমধাম করে স্বতন্ত্রের জন্মদিন পালন হচ্ছে এবং একজন অচেনা মহিলা কেক কেটে স্বতন্ত্রর মুখে তুলে দিচ্ছে। এই দেখে মনে মনে কমলিনী বলে ওঠে, “ভেবেছিলাম আজকের দিনে তুমি দুঃখে আছো, কিন্তু তুমি তো ভালোই আছো।” আর ঠিক সেই সময় স্বতন্ত্রের বৌদি এসে কমলিনীকে জানায় আজকে বাইরের কাউকে নিমন্ত্রণ করা হয়নি, আয়োজনের সবটাই তাঁর বোন ‘ডল’ নিজের হাতে করেছে। এক প্রকার কমলিনীকেই বাইরের লোক বলে দাগিয়ে দেন তিনি।
কমলিনী জানায় সে স্বতন্ত্র জন্য খাবার নিয়ে এসেছে, খাবারটা হাত থেকে বৌদি নিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দেন। এই প্রোমো প্রকাশ্যে আসার পরেই দর্শকরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কারোর মতে এই ধারাবাহিক এতদিন ভিন্ন স্বাদের এবং চিরাচরিত প্রথার বাইরে বেরিয়ে সমাজকে আয়না দেখাচ্ছিল, কিন্তু এখন সেই চেনা জায়গায় ঢুকে পড়ছে ধারাবাহিকটি। একাধিক নারী নিয়ে জড়িয়ে পড়ছে স্বতন্ত্র। দর্শকের কিছু অংশ ইতিমধ্যে এই ধারাবাহিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
কারোর মতে এই দল চরিত্রে জুন আন্টিকে বেশ মানাত। কারোর মতে, “এবার সিরিয়ালটা নোংরামির পর্যায়ে চলে যাচ্ছে। এই সিরিয়ালটাও শেষ অব্দি একই ধাঁচে চলে গেল। আর দেখা যাবে না।” আবার কেউ বলেছেন,”এই তো এসে গেছে, তাই তো ভাবি লীনা পিসির সিরিয়াল আর এক জনকে নিয়ে পঞ্চাশ জন না টানাটানি করলে চলে!” তো কেউ কেউ বলছেন, “কেন নতুন ঠাকুরপাও জন্মদিনের দিন খারাপ থাকলে কোমলিনি বৌদি খুশি হতো নাকি?
আরও পড়ুনঃ পেহেলগাঁও’র নৃশংস ঘটনার জিবলি পোস্ট দর্শনার! ‘প্রকৃত অর্থে অশিক্ষিত!’ কটাক্ষ নেট পাড়ার, চাইতে হল ক্ষমা
যেই মানুষটা সবসময় বৌঠানের মুখে হাসি ফুটিয়েছে সে আজ তাকে ছাড়া একটু আনন্দ করছে বলে বৌঠাণের জ্বলে গেলো!” কেউ আবার কমলিনীর পক্ষ নিয়ে বলেছেন, “স্বতন্ত্রর বৌদির মত মানুষ দের কখনও বদলানো যায় না। ভদ্রতার লেশমাত্র নেই। অবশ্য এইরকম মানুষই আজকাল বেশি দেখা যায়।” সব মিলিয়ে ‘চিরসখা’য় নতুন চরিত্রের আগমন ঘিরে দর্শকমহলে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এই ধারাবাহিক কি নতুন কোনো মোড় আনবেন? নাকি চিরাচরিত ধারাবাহিকের পথেই হাঁটবে? উত্তর শুধু সময়ের কাছেই। তবে আপনারা মতামত জানতে ভুলবেন না!