শুটিংয়ের মাঝেই সপ্তমে মেজাজ! দীপঙ্কর দে’কে মেরেছিলেন রঞ্জিত মল্লিক! কারণ জানলে চমকাবেন

টলিউডের (Tollywood) তিনি হিরো নন, তবে নায়কের থেকেও কম কিছু নেই তাঁর মধ্যে। নাম তো শুনাহী হোগা? রঞ্জিত মল্লিক (Ranjit Mallik)। চাপকে পিঠের চামড়া তুলে দেব, এই ডায়লগ যেনো তাঁর পরিচয়ের অন্যতম ইউএসপি। শোনা যায়, এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়ে ছিলেন বেশকিছু সিনেমাতে কোমর থেকে বেল্ট খুলে ভিলেনদের মারার পর থেকেই এই তকমা তাঁর কপালে জোটে।

রঞ্জিতবাবু জি বাংলার একটা শোয়ে জানান, ব্যক্তিগত জীবনে তিনি কঠোর হাতে শাস্তি দিতে পছন্দ করেন। তার অভিনীত সব সিনেমাতেই তিনি যেমন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সেক্ষেত্রে ওনার থেকে এমনটাই আশা করা স্বাভাবিক। এই শো’তেই একবার অভিনেতা দীপঙ্কর দে জানিয়েছিলেন, তিনি সিনেমার শুটিংয়ে সত্যি সত্যি মার খেয়েছিলেন রঞ্জিত মল্লিকের কাছে।

অভিনেতা দীপঙ্করের কথায়, সিনেমার শুটিংয়ে অ্যাকশন সিনে রঞ্জিত বাবু নিজে থেকেই সবাইকে বলে দিলেন যে দূরে সরে যেতে। এমনকি, সতর্কও করে দিলেন কেউ যেনো বেশী না এগোয়। কিন্তু, পরিচালক অ্যাকশন বলাতে সবকিছু ভুলে গিয়ে তিনি নিজেই ১০ পা এগিয়ে এসে মারতে শুরু করেন। দীপঙ্করের এই কাহিনী শুনে সকলেই হেসে ফেলেন।

আরও পড়ুনঃ আবার পিতৃত্ব অনুভব করলেন গায়ক অরিজিৎ সিং? ভাইরাল ভিডিও ঘিরে তুমুল জল্পনা!

এই কথা শুনে রঞ্জিত মল্লিক বলেন, ছবির চরিত্র এমন থাকত যে চরিত্রের গভীরে ডুবে যেতেন। ফলে, অনেক সময়েই এমন কান্ড ঘটতে থাকত সিনেমার সেটে। রঞ্জিত মল্লিক কমার্শিয়াল সিনেমাতে অভিনয় করলেও সবার থেকে নিজেকে আলাদা করে পরিবেশন করতেন দর্শকদের কাছে। ‘শত্রু’ সিনেমায় পুলিশের চরিত্র হোক কিংবা ‘গুরুদক্ষিণা’-এ বড়ো দাদার চরিত্র এখনও অভিনেতার এইসব চরিত্রের ডায়লগ মুখস্থ দর্শকদের।

You cannot copy content of this page