“এখনকার পরিচালকরা আমাকে অশিক্ষিত ভাবেন, তাই কাজে ডাকেন না!” বর্তমান সময়ে পরিচালকদের ধ্যানধারণা নিয়ে বিস্ফোরক টলি অভিনেতা শুভাশীষ মুখোপাধ্যায়!

বিনোদন জগতে বিশেষত বাংলা ইন্ডাস্ট্রিতে এমন অনেক পার্শ্ব চরিত্রের রয়েছেন যাঁরা কোনো গল্পকে তাঁর অভিনয়ের দ্বারা আলাদা করে যেনো বেশী মশলাদার করে তোলে। টলিউড মহলে এমনই এক অভিনেতা হলেন শুভাশীষ মুখোপাধ্যায়।

শুভাশীষ দীর্ঘদিন ধরেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। এক সময় প্রায় প্রসেনজিৎতের প্রতিটা সিনেমাতেই দেখা যেত তাঁকে। বলাই বাহুল্য, কৌতুক চরিত্রে শুভাশিস অভিনয় করলেও অন্যান্য গুরুত্বপূর্ণ কিংবা গম্ভীর চরিত্রে অভিনয় করতেও যথেষ্ট সাবলীল।

তবে, আজকের দিনের পরিচালকেরা যেনো তাঁর এই অভিনয় দক্ষতাকে সেই অর্থে কেউই নজর করতে পারেননি। তাই, হাজারো নতুন মুখের ভীড়ে এই কিংবদন্তী অভিনেতাকে তেমন আর দেখা যায় না। অনেকের মতে, শুভাশীষকে তেমন আর সুযোগ দেওয়া হচ্ছে না। প্রসঙ্গত, অভিনেতাকে শেষবারের মতো দেখা গেছে খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে।

এখনকার পরিচালকদের ধারণা নিয়ে অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছেন, “এখনকার পরিচালকরা আমাকে অশিক্ষিত ভাবেন, ভাবেন, ‘ও কি পারবে? বুঝবে?’ এবং এই ধারণা থেকেই তারা আমাকে নেন না। আমি কেন অন্য ধরনের ছবিতে অভিনয় করতে পারি না?” শুভাশীষ আরও বলেছেন, “আমি যদি নতুন ধারার ছবি করতে চাই, তবে সেখানে কিছুটা সময় এবং অধ্যবসায় দরকার, কিন্তু এখনকার সময়ের পরিচালকরা হয়তো সেটা বুঝতে পারছেন না”।

আরও পড়ুনঃ “উত্তম কুমারের নাতি সবাই ভাবে রাজকীয় জীবন, পুজোর জামাও ছিল বিলাসিতা, ধার দেনা করে সংসার চলত”— দু’বেলা খাবারও ছিল অনিশ্চিত! তিক্ত শৈশব নিয়ে অকপট গৌরব!

আক্ষেপ নিয়ে অভিনেতা জানিয়েছেন, বর্তমান সময়ের প্রযোজক কিংবা পরিচালকেরা নতুন ধারার সিনেমা করতে আগ্রহী, যেখানে নাকি তাঁর অভিজ্ঞতা ও পরিশ্রমের মূল্য বড়ই কম। আবার যেখানে নতুন দিনের সিনেমার গল্পের ভিন্ন চাহিদা রয়েছে সেখানে তাঁর চরিত্রের জায়গা খুবই কম হয়ে পড়ছে, জানাচ্ছেন স্বয়ং অভিনেতা। মূলত পরিস্থিতি এবং অভিনেতার চাহিদার সামঞ্জস্যতা না হওয়াতে শুভাশীষের অভিনয়ের সুযোগ কমে যাচ্ছে।

You cannot copy content of this page