চলতি কথায় অনেকেই বলে, ‘মা হওয়া মুখের কথা নয়’ অর্থাৎ মা হতে গেলে অনেক ধৈর্য শক্তিশালী হয়ে উঠতে হয় এক মহিলাকে। ৯ মাস ১০ দিন গর্ভে ধারণ করে এক মা যখন তাঁর সন্তানকে জন্ম দেয় তখন জীবনে সে যেনো পায় পরিপূর্ণতার স্বাদ। বিনোদন জগতে এমন অনেক অভিনেত্রীরাই আছেন যাঁরা তাঁদের কাজের জন্য মা হয়ে ওঠার সেই সময় পায় না।
কিন্তু, আবার অনেকেই আছে যাঁরা কিছু সময় নিজের কাজকে প্রাধান্য না দিয়ে ব্যক্তিগত জীবনে পেতে চায় পরিপূর্ণতার স্বাদ, নিজের গর্ভে সন্তান ধারণ করেন। বিশেষত, এই বিষয়ের ক্ষেত্রে আবার অনেকেই ভয় করেন মা হওয়ার পর যদি আর কাজ না পায় তাহলে কী হবে? তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর মা হতে চলেছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী।
বর্তমানে, এই অভিনেত্রীকে দেখতে পাওয়া যাচ্ছে স্টার জলসার ‘তেঁতুল পাতা’ সিরিয়ালে। অভিনেত্রীর এক সহকর্মী এই ধারাবাহিকের আরেক অভিনেতা দেবনাথ চ্যাটার্জী অভিনেত্রীর সাধের কিছু ফটো সোশ্যাল মিডিয়ায় আপলোড করে লেখেন, “এই ভালোবাসা আগামীর ভালোবাসাকে ভরিয়ে রাখুক। অনিন্দিতা তুই আমাদের কতটা কাছের, কতটা আপন ও ভালোবাসার মানুষ, তুই নিজেও জানিস না। জলদি উমা হয়ে ফের”।
আরও পড়ুনঃ হার উদ্ধার করার পর সেবন্তির ব্যাপারে সমস্ত সত্যি ফাঁস করে দিল শুভ! ‘গৃহপ্রবেশ’ জমে ক্ষীর
অনিন্দিতা ২০২২ সালে অভিনেতা সুদীপ সরকারকে বিয়ে করেছেন তিনি। বর্তমানে, অভিনেত্রী অন্তসত্ত্বার কিছু ছবি দেখা যায় সোশ্যাল মিডিওয়াতে। ‘তেঁতুল পাতা’র পুরো টিম পঞ্চব্যঞ্জন খাবারের পদ সহ পালন করা হল অভিনেত্রীর স্বাদ। আর কিছুদিনের মধ্যেই দুই থেকে তিন হতে চলেছে এই তারকা দম্পতি। মা হওয়ার খবর শুনে অনেক নেটিজেনরাই তাঁকে শুভেচ্ছা ভরিয়ে দিয়েছে।