আগে লোকে জামাকাপড়ের ট্যাগ ঢুকিয়ে রাখত, এখন দামী ব্র্যান্ডের জামা পড়ে ট্যাগ বার করে রাখাটাই ফ্যাশন! কটাক্ষ মমতা শঙ্করের

আজকের দিনে অনেকেই সমাজের দুরবস্থা দেখে বলে ‘ঘোর কলিযুগ’ অর্থাৎ এই যুগে নানা অনাসৃষ্টি কান্ড সমাজকে আরও যেনো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলা যেতে পারে। বর্তমান যুগে দাঁড়িয়ে চুরি-ছিনতাই থেকে শুরু করে মেয়েদের শ্লীলতাহানি-ধর্ষণ কিংবা কলেজের কোনো ছাত্রকে ৱ্যাগিং দিনে দিনে বেড়েই চলেছে।

সম্প্রতি, কিছুদিন আগে কলকাতার এক মেট্রো স্টেশনে দাঁড়িয়ে খোলামেলাভাবে চুম্বনের দৃশ্য সাড়া ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই নিয়ে মন্তব্যের ঝড় উঠেছিল নেটিজেনদের মধ্যে। এমনকি, এই ভিডিওর প্রভাব পড়েছিল টলি পাড়াতেও। সবার মধ্যে মমতা শঙ্করের মন্তব্যই দৃষ্টি আকর্ষণ করেছে বলা যেতে পারে।

Mamata Shankar on kalighat metro kiss

সমাজে নানা কান্ড ঘটায় নৃত্যশিল্পীতথা অভিনেত্রী মমতা শঙ্কর কোনো সময় আজকের মানুষকে জন্তুর সঙ্গে তুলনা করেছেন আবার কখনো আজকের মেয়েদের শাড়ি পরাকে ল্যাম্প পোস্টের তলায় দাঁড়িয়ে থাকা মহিলাদের সঙ্গে তুলনা টেনেছেন। অবশ্য অভিনেত্রীকে নিয়ে সমালোচনা করলেও তাদের বুড়ো আঙুল দেখিয়ে নিজের মত প্রকাশ করে চলেছেন অভিনেত্রী।

Mamata Shankar, tollywood, dancer, tollya ctress, মমতা শঙ্কর, টলিউড, নৃত্যশিল্পী, টলিঅভিনেত্রী

এই মুহূর্তে, ফের এই নৃত্যশিল্পীর মন্তব্য করা এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমকে দেওয়া এক ভিডিওতে বলছেন, আজকের দিনের অনেক মেয়েরাই নিজের অন্তর্বাসের ফিতে খানিক ইচ্ছা করেই বের করে থাকে যাতে দেখা যায় কিন্তু আগে তা হত না। তাঁর কথায়, আজকের দিনে নিজের মান বোঝাতে গেলে এইসব করতেই হয়। এই ধরনের আচরণে খুবই রুষ্ট অভিনেত্রী।

আরও পড়ুনঃ নতুন প্রোজেক্টে পুরোনো জুটি! ১২ বছর পর একসঙ্গে ফিরছেন সৌপ্তিক-রণিতা

অভিনেত্রী বললেন, ‘আমার নিজস্ব দাম কী? আমায় যদি অন্য জিনিস পরে বোঝাতে হয় নিজের দাম’। এই মন্তব্য করার সময় নৃত্যশিল্পীর পাশে ছিলেন অভিনেত্রী স্বস্তিকা। তবে, তিনি তাঁর মন্তব্যের কোনো বিরোধিতা করেননি। এই ভিডিওতে মমতা শঙ্কর সমালোচিত হলেও অনেকেই তাঁকে সমর্থন জানিয়েছেন।