‘ফুল কেন লাল হয়?’ গুরুদক্ষিণা’র এই গান আজও বাঙালির মুখে মুখে জনপ্রিয়। ৮০-র দশকের টলিউডের (Tollywood) সেই সিনেমা আজও বাঙালির কাছে তেমনই জনপ্রিয় ঠিক যেমন তখনটা ছিল। কখনো লাল সালোয়ারে আবার কখনো শাড়িতে বাংলার দর্শকদের মনমুগ্ধ করেছে যে অভিনেত্রী তিনি হলেন শতাব্দী রায় (Satabdi Roy)।
একসময়ের বিখ্যাত অভিনেত্রী সময়ের পরিবর্তনে বিনোদন জগত থেকে হারিয়ে যায় এই অভিনেত্রী। শতাব্দী ‘আমার বন্ধন’ সিনেমার মাধ্যমে বিনোদন জগতে অভিষেক করেন। এরপর, অভিনেত্রীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ব্লকব্লাস্টার হিট সিনেমা উপহার দিয়েছেন সিনেমা প্রেমীদের।
বর্তমানে, শোনা যাচ্ছে বড়ো পর্দার মাধ্যমে দর্শকেরা দেখতে চলেছে অভিনেত্রীকে। রাজনীতির জগতে ব্যস্ত থাকার দরুন বহুদিন হয়েছে বিনোদন জগত থেকে সরে গিয়েছেন অভিনেত্রী। কিন্তু, এই মুহূর্তে শতাব্দী সিদ্ধান্ত নিয়েছেন নিজেকে স্বমহিমায় দর্শকদের সামনে তুলে ধরার। অবশেষে ফিরছেন তিনি। খুব স্বাভাবিকভাবেই এটা খুশির খবর তাঁর অনুরাগীদের জন্য।
মৈনাক ভৌমিকের আসন্ন সিনেমার হাত ধরে রুপোলি পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। সিনেমার নাম ‘বাৎসরিক’। সাইকোলজিক্যাল থ্রিলারকে কেন্দ্র করে তৈরী হতে চলেছে এই সিনেমা। এই সিনেমায় শতাব্দী রায় ছাড়াও দেখা যেতে চলেছে ঋতাভরী চক্রবর্তীকে। পরিচালক শহরের এক সংবাদ মাধ্যমকে জানান, “এমন কাউকে খুঁজছিলাম যাকে অনেকদিন পর্দায় দেখা যায়নি”।
আরও পড়ুনঃ কৃত্রিম বুদ্ধিমত্তায় বদলে যাচ্ছে অভিনয়ের সংজ্ঞা! আর লাগবে না নায়ক-নায়িকা, ধারাবাহিক এবার হবে A-I নির্ভর
অপরদিকে আবার অভিনেত্রী শতাব্দী বলেন, “বছর দশেক ধরে ক্যামেরার সামনে আসেনি। সুযোগ এসেছিল কিন্তু রাজনীতির কাজ সামলে ডেট ম্যানেজ করতে পারিনি। কিন্তু এই ছবির ক্ষেত্রে সেটা হয়নি”। এখন দেখার বিষয় এটাই যে, অভিনেত্রীর এতদিন পরে পর্দায় কামব্যাক কতটা প্রভাব ফেলতে চলেছে সিনেমা প্রেমীদের মনে?
খাকি টু সাফল্য পেতেই টলিউড ছেড়ে এবার বলিউডে মনোনিবেশ জিতের! টলিউডে আর পোষাচ্ছে না সুপারস্টারের?