সিনেমা মানেই ‘লার্জর দ্যান লাইফ’ অর্থাৎ মানুষের জীবনের স্বাভাবিক জীবনযাত্রার থেকে অতিরঞ্জিত মাত্রার গল্পকে গণ্য করা হয়। বাংলার বিনোদন জগতে ‘খাদান’ (Khaadan) তেমনই এক সিনেমা। গত বছরের মুক্তি প্রাপ্ত এই সিনেমা এখনো ঝড় তুলে বাংলার বুকে। আজ প্রায় জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু এই সিনেমার জন্য ভালই ভিড় হচ্ছে ইক্ষা গৃহে। বক্স অফিসে ভালো সাফল্য করার সঙ্গে সঙ্গে বাংলার কমার্সিয়াল সিনেমা ভক্তদের মনে আশা জাগিয়েছে দেব যীশু।
বিগত বেশ অনেক বছর পরে বাংলার দর্শকেরা পেল ২০২৪ এর শেষে এমন এক উপহার যা পুরো বছরের জন্য অবিস্মরণীয়। এই সিনেমা রিলিজের পর শোনা গেছে রাত দু’টোর সময়ের শোও হয়েছে হাউসফুল। এতদিন ধরে দেব তার খাদান টিমকে নিয়ে সিনেমার প্রমোশন থেকে শুরু করে হল ভিজিট সবটাই করেছেন বাংলা জুড়ে। বর্তমানে, এই সিনেমার মুকুটে জুড়েছে নতুন পালক। দেশের মাটি ছাড়িয়ে ‘খাদান’ পা রেখেছে বিদেশের মাটিতে।
দেব-যীশু ইতিমধ্যে পৌঁছে গেছে দুবাইয়ে। দেবের কথায় এই প্রথম তার অভিনীত সিনেমার দেশের মাটি ছাড়িয়ে বিদেশের মাটিতে দেখানো হল। সিনেমা হলে হাউসফুল দেখে যীশুসহ দেব এবং পরিচালক সকলেই আপ্লুত। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, দুবাইয়ের সিনেমা হলে গিয়ে “নমস্কার, কেমন আছেন আপনারা” এই কথার মাধ্যমে অভিনেতা তার বক্তব্য শুরু করেন। দেব বলে, “আমি কোনদিনও ভাবিনি যে এরকম একটা দিন আসবে আমার জীবনে যেখানে এরকম একটা সুযোগ পাবো আমি আমার ছবি বড়ো পর্দায় দেখাবো”। দেবের কথায়, এটা তাঁর অন্যতম স্বপ্নের মুহূর্ত।
আরও পড়ুনঃ গর্বিত বাংলা! অরিজিৎ, তেজেন্দ্রর পাশাপাশি পদ্মশ্রীতে সম্মানিত মমতা শঙ্কর!
খাদানকে কেন্দ্র করে অভিনেতা যীশু বলেন, “৩০ বছরে কোনদিনও ভাবিনি বাংলা ছবির জন্য স্টেটের বাইরে যাওয়া, আজকে দেশের বাইরে দুবাইতে। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার”। এই সিনেমার জন্য আরও দেশে যাওয়ার কথা চলছে, বললেন যীশু। নিঃসন্দেহে বলা যায়, বাংলা বিনোদন জগত এই বিষয় নিয়ে খুবই গর্বিত।