বর্তমানে টলিউড শ্বেতা-রুবেলের বিয়ে নিয়ে মত্ত থাকলেও অন্যদিকে কলকাতা শহরের কোলাহল থেকে দূরে কৃষ্ণের জন্মভূমিতে বিয়ে সারলেন এক টেলি নায়ক। সাত পাকে বাঁধা পড়লেন টলিউডের ক্রাশ অভিনেতা গৌরব মন্ডল। অভিনেতা বিয়ে করেছেন তার বহুদিনের প্রেমিকা চিন্তামণি ডায়না’কে।
জ্যাসমিন এখন অতীত, গৌরবের জীবন জুড়ে রয়েছে চিন্তামণি। প্রেমিকার প্রেমে এতদিন প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন অভিনেতা। বিয়ে করার এক বছর আগেই বাগদান সেড়েছিলেন এই অভিনেতা। বহুদিন হল কলকাতাবাসী এই গৌরব থাকা শুরু করেছেন বৃন্দাবন ধামে। অভিনেতার সোশ্যাল মিডিয়ার প্রোফাইল দেখলেই বোঝা যাবে কাজের ভিন্ন তিনি এক মুহূর্তও থাকেন না কলকাতায়। এমনকি তাঁর প্রেমিকার সঙ্গেও (বর্তমানে যিনি স্ত্রী) বিভিন্ন রিলসের মাধ্যমে বোঝা যেত সম্পর্কের সমীকরণ।
গৌরব তার অভিনয় জীবনের অভিষেক ঘটান জি বাংলার বেদিনি মলুয়ার কথা’ সিরিয়ালের মাধ্যমে। এরপর থেকে একে একে বিভিন্ন চ্যানেলের সিরিয়ালে দেখা গেছে এই অভিনেতাকে। প্রসঙ্গত বলা যায়, অভিনেতা দর্শকদের কাছে শ্রীকৃষ্ণের চরিত্রেই বেশি পরিচিত।
গত দুদিন আগে পাত্র-পাত্রী তাদের দুই পরিবারকে সাক্ষী রেখে বিয়ে সারলেন। সেদিন বর-কনের পরণে ছিল রাজশাহী পোশাক। বাঙালি রীতিনীতি মেনেই বিয়ে হলেও চিন্তামনির পরনে ছিল জমকালো লাল রঙের লেহেঙ্গা, হাতে শাখা-পলা, গা ভর্তি গয়না। চারিদিকে গোলাপের পাপড়ি উড়তে দেখা যাচ্ছিল।
View this post on Instagram
এই অভিনেতাকে শেষ দেখা গিয়েছিল কালার্স বাংলা ‘নয়নতারা’ সিরিয়ালে। তারপর থেকে সেভাবে রুপালি পর্দায় আর দেখা মেলেনি অভিনেতার। চিন্তামণির বাবা-মা প্রাথমিক জীবন থেকেই ইসকনের সঙ্গে যুক্ত, তাই ছোটবেলা থেকেই কৃষ্ণ আবহে বড় হয়েছে এই নৃত্যশিল্পী। আর গৌরবও নিজেকে কৃষ্ণের চরণে সোপে দিয়ে সংসার পেতেছেন বৃন্দাবনেই। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অভিনেতার অনুরাগীরা বেজায় খুশি হয়েছে তাঁর বিয়েকে কেন্দ্র করে। নেটিজেনদের শুভেচ্ছা বার্তায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া।
আরও পড়ুনঃ দারুণ খবর! মারণ রোগ ক্যান্সারকে জয় করে ফের একবার পর্দায় ফিরছেন সব্যসাচী পত্নী অভিনেত্রী মিঠু চক্রবর্তী