নীল-তৃণা টলিউডের অন্যতম চর্চিত এবং জনপ্রিয় জুটি। টলিউডের রাজপথে অনেকদিন ধরেই এই তারকার জুটির বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে, তাঁরা এই বিষয়ে কখনোই কোনো মন্তব্য করেনি। কিন্তু, ওই যে কথায় আছে ‘যতটা রটে তা কিছুটা তো বটে’ তাই রটনা হলেও পুরোটা উড়িয়ে দেওয়া যায় না।
প্রসঙ্গত, সবে মাত্র কয়েকদিন হল অভিনেতার ধারাবাহিক শেষ হয়েছে। আর, এর মধ্যেই নীল নিল জীবনের অন্যতম বড় পদক্ষেপ। অভিনেতা তিলোত্তম শহরকে ছেড়ে পাড়ি দিল মুম্বাই। আপাতত আগামী কয়েক মাসের জন্য নীলের ঠিকানা এখন স্বপ্নের শহর।
নিজেকে অনেকটা পরিবর্তন করার জন্য এবং কেরিয়ারে আরও নিজেকে প্রতিষ্ঠিত গড়ে তোলার জন্য সেখানেই সে ঘাঁটি গাড়তে চলেছে। নিজের প্রিয় শহর ছেড়ে আপনজনদের ছেড়ে দূরে থাকতে হবে বলে মন ভারাক্রান্ত নীল ভট্টাচার্য’র।
কলকাতা ছাড়ার শেষ মুহূর্তে সমাজ মাধমে এয়ারপোর্ট এর একটা ভিডিও পোস্ট করে ক্যাপশনে নীল লিখেছেন, “জীবনের অন্যতম কঠিন পদক্ষেপের প্রমাণ হিসেবে এই ভিডিওটা রেখে দিলাম। এই প্রথম বার কাছের মানুষদের ছাড়াই কলকাতা ছাড়ছি। নতুন জার্নি, নতুন চ্যালেঞ্জ। মুম্বই আমার প্রতি দয়ালু হও”।
কাজের সূত্রেই মুম্বাইয়ে যাচ্ছে নীল। খোঁজ নিয়ে জানা গেছে, নৃত্য শিল্পী শক্তি মোহনের কাছে গিয়েও নাকি নাচ শেখার কথা আছে নীলের। এমনকি, হিন্দি উচ্চারণ যাতে ভালো হয় তারও প্রশিক্ষণ নেওয়ার কথা আছে। অন্যদিকে, মাস খানেক হল শুরু হয়েছে তৃণার নতুন ধারাবাহিক। তা নিয়েও ভালোই ব্যস্ত রয়েছে নীলপত্নী।
আরও পড়ুনঃ খাকি টু সাফল্য পেতেই টলিউড ছেড়ে এবার বলিউডে মনোনিবেশ জিতের! টলিউডে আর পোষাচ্ছে না সুপারস্টারের?
বিবাহ বিচ্ছেদ নিয়ে টলিউড যখন আলোচনায় ব্যস্ত তখন এক ইন্টারভিউতে অভিনেতা বললেন, যারা চুক্তির বিয়ে, চুক্তির বিয়ে বলছেন, তাঁদের কাছে জানতে চাই, চুক্তিটা কোথায়? কেউ কি দেখেছেন? এই চুক্তির বিয়ে কী হয়? তা আমার জানা নেই। আগামী রবিবারও আমার আর তৃণার একসঙ্গে শুট রয়েছে। তবু কেন এই নিয়ে এত কথা? কর্মব্যস্ততার কারণে হয়তো আমাদের একসঙ্গে দেখা যাচ্ছে না, তার মানে তো এটা হতে পারে না আমাদের বিচ্ছেদ হয়ে গিয়েছে!”। নীল আরও বললেন, “একটা সংসারে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য হতেই পারে। সব কিছুকে বিচ্ছেদের তকমা দিয়ে দেওয়া হলে তো মুশকিল। যারা রটাচ্ছে তাঁরাই বা কারা?”
খাকি টু সাফল্য পেতেই টলিউড ছেড়ে এবার বলিউডে মনোনিবেশ জিতের! টলিউডে আর পোষাচ্ছে না সুপারস্টারের?