২০০২ সালে ‘সাথী’ ছবির হাত ধরে টলিউডে (Tollywood) আত্মপ্রকাশ করেছিলেন অভিনেতা ‘জিৎ’ (Jeet)। প্রথম ছবিতেই সুপারহিট (Superhit) হয়ে ইন্ডাস্ট্রির নজরে আসেন তিনি। এরপর ‘আওয়ারা’, ‘জোশ’, ‘দুই পৃথিবী’, ‘বস’-এর মতো একের পর এক হিট ছবির মাধ্যমে হয়ে ওঠেন ইন্ডাস্ট্রি সবচেয়ে নির্ভরযোগ্য অভিনেতা। দুই দশকেরও বেশি সময় ধরে জিৎ ছিলেন বাংলা বাণিজ্যিক ছবির (Commercial movie) অন্যতম মুখ, যার ছবি মুক্তি দিন প্রেক্ষাগৃহের সামনে লম্বা লাইন লাগতো একটা সময়।
তবে এতদিন টলিউডেই ব্যস্ত থাকলেও সম্প্রতি তাঁর কেরিয়ার এসেছে নতুন মোড়। জিৎ এখন বলিউডে (Bollywood) পা রেখেছেন— হিন্দি ওটিটি সিরিজ ‘খাকি ২’ (Khakee 2) -তে অভিনয়ের মাধ্যমে। আর এই প্রথম হিন্দি কাজেই তিনি যেভাবে নিজের দক্ষতার জানান দিলেন, তাতে টলিউড থেকে বলিউডে তাঁর জার্নি নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। খাকি ২ মুক্তি পেয়েছে ২০ মার্চ, নেটফ্লিক্সে হিন্দী ও বাংলাতে যেখানে দেখানো হয়েছে বাংলার রাজনীতির অন্ধকার দিক।
জিৎ ছাড়াও এখানে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরও অনেক পরিচিত মুখ। এই সিরিজ মুক্তির পর জিৎ বলেছিলেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে তেমন কেউ প্রশংসা করে না তাঁর কাজকে, তাই উৎসাহও পান না কাজ করার। এছাড়াও তিনি বলেন বহুদিনের ইচ্ছা ছিল বলিউডে কিছু করার এবার সেটা পূর্ণ হলো। তিনি আরও বলেছেন যে বাংলা থেকে হিন্দিতেই বেশি স্বাচ্ছন্দ্য তাই হিন্দির দিকেই এখন বেশি ঝুঁকছেন।
কার্যত এই নিয়েই দর্শকমহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে, তবে কি এবার পাকাপাকিভাবে বলিউডের সদস্য হতে চলেছেন জিৎ? তবে কি আর দেখা যাবে না তাঁকে টলিউডে? এদিন এই জল্পনাকে আরও উস্কে দিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। প্রসঙ্গত তিনি এখন কলকাতায় থাকেন আবার কখনো কাজের সূত্রে বম্বেতে। এদিন সমাজ মাধ্যমে নিজের বম্বের ফ্ল্যাটের কিছু ছবি শেয়ার করলে তিনি।
আরও পড়ুনঃ চিরসখার অনন্যা, বাস্তব জীবনের কমলিনী! স্বামীকে হারিয়ে ছাদ হারান অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মালবিকা সেন, বেদনা, একাকীত্ব নিঃসঙ্গতা গ্রাস করে, নিজের বাবা-মাকেই সন্তানসম আগলে রেখেছেন তিনি !
সেখানেই দেখা মিলল এক ছবিতে, ঋতাভরীর পাশে দাঁড়িয়ে সুপারস্টার জিৎ! ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমার খুব ভালো বন্ধু আর পছন্দের মানুষ জিৎ দা এখন থেকে আমার প্রতিবেশী।” এই লেখা থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে বোম্বেতে একটি বাড়ি কিনেছেন সুপারস্টার। এবার দর্শকদের মনে উত্তেজনা আরো বেড়েছে তবে কি কলকাতা ছেড়ে বাণিজ্য নগরীতেই ঠিকানা হবে সুপারস্টারে? যদিও অভিনেতার এখনও কিছু বলেননি তবু প্রশ্ন থেকেই যায়।
খাকি টু সাফল্য পেতেই টলিউড ছেড়ে এবার বলিউডে মনোনিবেশ জিতের! টলিউডে আর পোষাচ্ছে না সুপারস্টারের?