লোলুপ দৃষ্টি থেকে নিজেকে বাঁচানোর ক্ষমতা মেয়েদের নিজেদের‌ই রয়েছে, ইন্ডাস্ট্রির ‘যৌ’ন হে’নস্থা’ নিয়ে মন্তব্য সংগীতশিল্পী পৌষালীর

বর্তমানে, ইন্টারনেট (Internet) জগতে প্রায় সর্বক্ষণই কিছু না কিছু ভাইরাল (Viral) হতে দেখতে পাওয়া যায়। তা সে কোনো গানের তালে নাচ হতে পারে বা হাসির কোন‌ও ভিডিও আবার হতে পারে কোন‌ও সাক্ষাৎকার। এই মুহূর্তে নেট পাড়ায় চোখ রাখলেই দেখতে পাওয়া যাচ্ছে ভাইরাল হওয়া ভিডিওর থেকে উঠে আসা একটি ভিডিও নিয়ে বেশ চর্চা চলছে সমালোচকদের মাঝে, বিশেষত বাংলায়। তেমনই, আবারও এক ভিডিও দেখা গেছে যা কিনা এই সময়ের ভাইরাল ভিডিও, লোকসংগীত শিল্পী পৌষালী ব্যানার্জীর (Poushali Banerjee) সাক্ষাৎকার।

কিছুদিন আগে, লগ্নজিতার দেওয়া একটি ইন্টারভিউতে এই বিনোদন জগতকে কেন্দ্র করে কিছু বিস্ফোরক মন্তব্য করেন। ফলত, মুহূর্তের মধ্যে সেই ভিডিও নজর কাটতে শুরু করে আপামোর বাঙালি জনতার। এমনিতেই, বিনোদন জগতে কাস্টিং কাউচের ঘটা নানা ঘটনা আজকের নতুন নয়। তা সেই স্টুডিও পাড়া হোক কিংবা গানের রেকর্ডিং ফ্লোর, সব জায়গাতেই চলে কমবেশি অবাঞ্ছিত ঘটনা। কেউ সেই সব ঘটনার স্বীকার হয়ে করে ওঠেন প্রতিবাদ, আবার কেউ সহ্য করে যায় মুখ বুজে।

লগ্নজিতার দেওয়া ইন্টারভিউয়ে গায়িকা তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেছিলেন, বলিউডের এক নামী বিখ্যাত মিউজিক ডিরেক্টর তাঁর সঙ্গে অশালীন ব্যবহার করেছিলেন। লগ্নজিতার ঠিক এই প্রসঙ্গ ধরেই বাংলার অন্যতম উল্লেখযোগ্য গায়িকা পৌষালীকে সংবাদ মাধ্যম প্রশ্ন করেন। প্রশ্নের উত্তরে গায়িকা বলেন, “আমি এরকম ঘটনার সম্মুখীন হইনি কখনও। আমি আশা রাখব এরকম কোনওদিন ঘটবে না। কারণ মেয়েদের একটা সিক্স সেন্স কাজ করে। ভগবান যে কোনও কন্যা সন্তানকেই সেই সিক্স সেন্স দিয়ে পাঠান পৃথিবীতে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই সিক্স সেন্স কীভাবে একটা মেয়ে কাজে লাগাবে সেই দায়িত্বটাও তার। ঈশ্বরের নয়। তিনি কেবল দিয়ে পাঠিয়েছেন। এবার মেয়েটার দায়িত্ব সেটাকে কীভাবে কাজে লাগাবে। আমি সেটা প্রচণ্ড কাজে লাগাই। তাতে আমার চারটে সুযোগ কম আসলে আসবে। আমার রাতের ঘুমটা ভালো হবে।”

আরও পড়ুন: প্রেম বনাম পরিবার! দেশে ফিরছে শুভ, আদৃত কি পারবে তাকে আটকাতে ? পরিণয়ে আবদ্ধ হবে আদৃত- শুভ?

পৌষালী ঐ ইন্টারভিউ এর আরও বলেন, “এই কথাবার্তাগুলো আমি আমার জীবনে আসতেই দিই না। একটা সরু লাইন আছে আমার। যেটা আমি কাউকে ক্রস করতে দেব না। এমন একটা পার্সোনালিটি নিয়ে আমি চলার চেষ্টা করি তাতে কেউ সেই লাইনটা ক্রস করতেও পারবে না কিংবা আমিই ক্রস করতে দেব না।” এই বক্তব্যের মধ্য দিয়ে গায়িকা স্পষ্ট বক্তার পরিচয় দিয়েছেন। এই মুহূর্তে দুই শিল্পীর সাক্ষাৎকারকে কেন্দ্র করে, বাংলা ছবি জগতেও প্রভাব পড়েছে বেশ।