লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে উচ্ছ্বাসের মাঝেই তৈরি হয়েছে বড় বিতর্ক। এই সফরে টলিউডের তরফে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ফুটবলের মহাতারকার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শুভশ্রী সমাজমাধ্যমে একটি পোস্ট করতেই পরিস্থিতি বদলে যায়। আনন্দের পোস্ট মুহূর্তের মধ্যে পরিণত হয় ট্রোলের ঝড়ে। শুধু অভিনেত্রী নন, আক্রমণের শিকার হন তাঁর পরিবারের সদস্যরাও, এমনকি শিশু সন্তানদেরও রেহাই দেয়নি নেটপাড়া।
স্ত্রীর পাশে দাঁড়িয়ে পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী একটি পোস্ট করলে, তাকেও কটাক্ষ ও কুৎসার মুখে পড়তে হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে পড়েন টলিউডের একাংশ। এরই মধ্যে প্রযোজক রাণা সরকার এক অভিনব ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দেন। তিনি সমাজমাধ্যমে জানান, টলিউডের তারকাদের ট্রোলের হাত থেকে রক্ষা করতে গড়ে তোলা হবে ‘ট্রোলিং ডিফেন্স আর্মি’। এই উদ্যোগের লক্ষ্য হবে অনলাইনে তারকাদের বিরুদ্ধে চলা আক্রমণের মোকাবিলা করা।
রাণা সরকারের পোস্ট অনুযায়ী, এই সংগঠনে স্বেচ্ছাসেবকদের আহ্বান জানানো হয়েছে। যাঁরা ইচ্ছুক, তাঁরা যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়। তবে এই ডিফেন্স আর্মির কাজ শুধু পালটা আক্রমণ নয়। প্রযোজকের বক্তব্য, যাঁরা লাগাতার ট্রোল করেন, তাঁদের আসলে মানসিক কাউন্সেলিং প্রয়োজন। তাই এই উদ্যোগের মাধ্যমে ট্রোলারদের মানসিক চিকিৎসার দিকেও নজর দেওয়ার কথা বলা হয়েছে। পোস্টের শেষে তিনি লেখেন, ট্রোলারদের বিরুদ্ধে লড়াই করতে হবে।
এই ঘোষণার পর সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এমন পোস্টের পর নেটিজেনরা একেবারেই উচ্ছ্বসিত হননি। অনেকেই সরাসরি কটাক্ষ করেছেন, পশ্চিমবঙ্গের বাস্তব অর্থনৈতিক পরিস্থিতি ইঙ্গিত করে যে, “এই তো বাংলায় বিরাট কর্মসংস্থান হচ্ছে! যাক, কর্মসংস্থান হচ্ছে, তাহলে এবার আর চিন্তা নেই।” কেউ আবার ব্যঙ্গ করে লিখেছেন, “খুব ভালো উদ্যোগ, এই একই রকমের কিছু ডিফেন্স আর্মি যদি ওই চাকরি হারানো যোগ্য শিক্ষকদের জন্য দেখা যেত!
তাহলে হয়তো সত্যিই দুটো মানুষের উপকার হতো!” এই প্রতিক্রিয়াগুলোতেই স্পষ্ট যে, অনেকের চোখে এই ‘ডিফেন্স আর্মি’ শুধু সামাজিক মাধ্যমে ক্ষমতা প্রদর্শন, বাস্তব সমস্যার কোনও সমাধান নয়। তবে ঘটনার পেছনের প্রেক্ষাপট ছিল যথেষ্ট গুরুতর। মেসির কলকাতা ইভেন্টে বহু দর্শক দামি টিকিট কেটেও মাঠে ঢুকতে পারেননি। সেই ক্ষোভ থেকেই ভাঙচুর ও ক্ষিপ্ত প্রতিক্রিয়া তৈরি হয়, যার বড় অংশ গিয়ে পড়ে শুভশ্রীর পোস্টে।
আরও পড়ুনঃ বড়পর্দায় তাঁকে নিতাই রূপে দেখার জন্য মুখিয়ে রয়েছে জনতা! এরইমধ্যে ছোট পর্দায় ফেরার খবর দিলেন দিব্যজ্যোতি? কবে আবার দেখা মিলবে নায়েকের?
পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে রাজ চক্রবর্তী আইনের দ্বারস্থ হন। শুভশ্রী নিজেও একটি ভিডিও বার্তায় প্রশ্ন তোলেন, আমন্ত্রণ পেলে কেউ কি না যাবে। পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান, নিজের সন্তানদের আক্রমণ তিনি কোনওভাবেই মেনে নেবেন না। এই ঘটনার মাধ্যমে ফের একবার সামনে এল, সমাজমাধ্যমের ট্রোল সংস্কৃতি কতটা নির্মম হতে পারে এবং তার মোকাবিলায় টলিউড কতটা প্রস্তুত।






