বড়পর্দায় তাঁকে নিতাই রূপে দেখার জন্য মুখিয়ে রয়েছে জনতা! এরইমধ্যে ছোট পর্দায় ফেরার খবর দিলেন দিব্যজ্যোতি? কবে আবার দেখা মিলবে নায়েকের?

ছোটপর্দার পরিচিত মুখ থেকে বড়পর্দার গুরুত্বপূর্ণ চরিত্রে পা রেখেছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। টেলিভিশনে একাধিক চরিত্রে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় সূর্যর চরিত্রে। দীর্ঘ সময় ধরে চলা এই ধারাবাহিকই তাঁর কেরিয়ারে বড় মোড় এনে দেয়।

অনুরাগের ছোঁয়া শেষ হওয়ার পর থেকেই দর্শকের কৌতূহল ছিল কবে আবার ছোটপর্দায় ফিরবেন দিব্যজ্যোতি। সম্প্রতি সংবাদমাধ্যমে অভিনেতা জানিয়েছেন যে প্রস্তাবের অভাব নেই। ধারাবাহিক চলাকালীন এবং শেষ হওয়ার পরেও বহু অফার এসেছে। তবে তিনি এখন মনের মতো চরিত্রের অপেক্ষায় রয়েছেন। সঠিক চরিত্র পেলে আবার ধারাবাহিকে ফিরতে তাঁর কোনও আপত্তি নেই।

এরই মধ্যে বড়পর্দায় তাঁর অভিষেক ঘটতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে ছবির মাধ্যমে। এই ছবিতে চৈতন্যদেবের ভূমিকায় দেখা যাবে দিব্যজ্যোতিকে। প্রকাশ্যে আসা ঝলকেই অনুরাগীরা উচ্ছ্বসিত। ছবিটি মুক্তির আগেই আলোচনা তুঙ্গে। তিনটি ভিন্ন সময়কালকে কেন্দ্র করে চৈতন্যদেবের জীবন দর্শন ও রহস্য তুলে ধরা হবে এই ছবিতে।

দিব্যজ্যোতির কথায় ছোটপর্দাই তাঁকে প্রকৃত পরিচিতি দিয়েছে। সম্প্রতি শহরে ছবির পোস্টার দেখে তাঁর মনে পড়ে যায় অনুরাগের ছোঁয়ার দিনগুলোর কথা। সেই ধারাবাহিক না থাকলে আজকের এই জায়গায় পৌঁছনো সম্ভব হত না বলেই মনে করেন তিনি। তাই ভবিষ্যতে আবার টেলিভিশনে কাজ করার ইচ্ছেটাও একেবারেই স্বাভাবিক।

আরও পড়ুনঃ “শাশুড়ি মা রান্না করতে দিতেন না” — বিয়ের পর তবে কি নিজের সংসারেই কোণঠাসা হয়েছিলেন জনপ্রিয় এই গায়িকা? —দীর্ঘদিন পর মুখ খুলে কীসের ইঙ্গিত দিলেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়?

সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে কাজ করার সুযোগকে স্বপ্নপূরণ বলেই দেখছেন দিব্যজ্যোতি। স্কুল জীবনে জুলফিকার দেখে যে পরিচালকের ভক্ত হয়েছিলেন আজ তাঁর পরিচালনাতেই প্রথম ছবিতে অভিনয় করছেন। ছবিতে ইশা সাহা ইন্দ্রনীল সেনগুপ্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায় ব্রাত্য বসু সহ একঝাঁক তারকা রয়েছেন। মহাপ্রভুর চরিত্রে অভিনয় করে আপ্লুত অভিনেতা নতুন যাত্রা নিয়ে আশাবাদী।