‘কাউকে কিছু দিতে, টাকার থেকেও মনটা থাকা দরকার!’ ‘এতটা আত্মসুখী! শুধু নিজেকে ভালবাসলেই সম্পর্ক টেকানো অসম্ভব’– স্বামীর টাকা নিয়ে তৃণার মন্তব্যে, ফের নীল-তৃণা সম্পর্ক নিয়ে তোলপাড়! নেটিজেনদের প্রশ্ন, ‘বিয়েটা এখনও টিকে আছে কি করে?’

টেলিপাড়ার জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহাকে (Trina Saha) নিয়ে বিতর্ক বা সম্পর্ক ভাঙনের গুজব নতুন নয়, তেমনই চলতি বছরের শুরুতেই শোনা গিয়েছিল তাঁদের নাকি চার বছরের ‘চুক্তির বিয়ে’ শেষ হয়েছে ৫ ফেব্রুয়ারি। ধুমধাম করে ২০২১ সালে তাঁদের বিয়ে নাকি মিথ্যে ছিল! তবে অতীতের অভিজ্ঞতা মাথায় রেখে, এমন গুঞ্জন উঠলেই তাঁরা হাসিমুখে একসঙ্গে প্রকাশ্যে এসে বিষয়টা পরিষ্কার করে দেন। এসব তারা এখন আর পাত্তা দেন না বরং স্বাভাবিক ভাবেই নিজেদের জীবন কাটান।

এই মুহূর্তে ছোটপর্দার অন্যতম ব্যস্ত অভিনেতা এবং অভিনেত্রীর নীল-তৃণা। দুজনকেই বর্তমানে স্টার জলসার ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে। নীল অভিনয় করছেন সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’তে, অন্যদিকে তৃণাকে দেখা যাচ্ছে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক ধারাবাহিকে’। তারই সঙ্গে স্টুডিওপাড়ার ‘পাওয়ার কাপল’ নামেই পরিচিত তাঁরা। তবে, সম্প্রতি তৃণার একটি ভিডিও নতুন করে নীলকে নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে!

প্রসঙ্গত, কিছুদিন আগেই শহরে ডিজাইনার ‘সন্দীপ জয়সওয়াল’-এর নতুন স্টোর ‘সুট বুট’-এর লঞ্চে হাজির হয়েছিলেন তৃণা সাহা। সেখানে তাকে সাংবাদিকরা প্রশ্ন করেন, নীলের জন্য কোনও পাঞ্জাবি কিনবেন তিনি? উত্তরে অভিনেত্রী এক মুহূর্তও চুপ না থেকে বলেন, “ওর কাছে আমার থেকে বেশি টাকা আছে, ও নিজেই কিনে নেবে…হ্যাঁ, আমার শাড়িটা চাই।” বলেই তিনি নিজের জন্য শাড়ি পছন্দ করতে ব্যস্ত হয়ে পড়েন। এই ছোট্ট একটি ভিডিওই যেন ঝড় তুলেছে সমাজ মাধ্যমে!

প্রশ্ন তোলা হচ্ছে অভিনেত্রীর মানসিকতা নিয়েও! ভিডিওটির কমেন্ট বক্সে রীতিমতো কটাক্ষ আর সমালোচনা উপচে পড়ছে! সেখানে কেউ বলেছেন, ‘কি বোকা বোকা উত্তর…আমরা তাহলে তোমাদের থেকে অনেক বড়লোক। আমার সল্প সঞ্চয় থেকেও ভাবি, আমার প্রিয় মানুষগুলোর জন্য কিছু কিনি।’ অন্যজন আবার বলেছেন, ‘কথাবার্তার কোনও ঠিক ঠিকানা নেই, আবার নাকি অনেক বড় অভিনেত্রী!’ একজন এদিকে প্রশ্ন তুলেছেন, সত্যিই কি তাঁদের বিয়েটা এখনও টিকে আছে কিনা?

আরও পড়ুনঃ জল্পনার অবসান! ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ছাড়লেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়! কে হতে চলেছেন নতুন অপর্ণা?

অবশ্যই তাঁর আচরণের কারণে অনেককেই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছেন। অধিকাংশ মানুষই তাই বলছেন, ‘কাউকে কিছু দেওয়ার জন্য টাকা লাগে, কিন্তু তার থেকেও মনটা থাকা দরকার।’ ওদিকে আবার অনেকেই অভিনেত্রীকে পরামর্শ দিয়েছেন, ‘শুধু নিজেকে ভালবাসলেই সম্পর্ক টেকানো সম্ভব নয়, এতটা আত্মসুখী হওয়া উচিত না।’ উল্লেখ্য, ভিডিওটি দেখে মোটেই মনে হয়নি যে দু’জনের দাম্পত্য কোনও রকমের সমস্যা চলছে, বরং নিতান্তই মজার ছলে করার একটা মন্তব্যেই তৃণা এখন নেটিজেনদের নিশানায়!

You cannot copy content of this page