স্টার জলসার খুকুমণির বেশ কিছু স্টাইল কপি করছে জি বাংলার নতুন সিরিয়াল উড়ন তুবড়ি! জোরদার অভিযোগ উঠল নেটপাড়ায়

কিছুদিন আগেই জি বাংলায় শুরু হয়েছে নতুন সিরিয়াল উড়ন তুবড়ি। তুবড়ির ভূমিকায় অভিনয় করছেন তথাকথিত নতুন মুখ সোহিনী ব্যানার্জি।

এক মা এবং তার তিন মেয়ের লড়াইয়ের গল্প বলবে উড়ন তুবড়ি। পরবর্তীকালে মনে হয় হিরোর সঙ্গে বিয়ে হবে তুবড়ির এবং শ্বশুরবাড়ি গিয়ে আতশবাজি ফোটাবে সে। একটি কন্নড় সিরিয়াল পুত্তকখানা মাক্কালুর বাংলা রিমেক হচ্ছে এই সিরিয়াল।

কিন্তু এবার অভিযোগ উঠেছে জি বাংলার সিরিয়াল নাকি স্টার জলসার সিরিয়াল খুকুমণি হোম ডেলিভারির কপি করছে। দুটো সিরিয়ালের কন্টেক্সট তো আলাদা। গল্পটাও আলাদা তাহলে কপিটা কী করেছে?

খুকুমণি হোম ডেলিভারির দর্শকদের অভিযোগ যেভাবে খুকুমণি হম্বিতম্বি করে ঠিক সেই কায়দায় হম্বিতম্বি করছে তুবড়ি। এছাড়াও খুকুমণির একটা অভ্যাস রয়েছে ছড়া কেটে কথা বলা। তুবড়িকেও দেখা যাচ্ছে একই ভাবে ছড়া কেটে কথা বলতে।’মা বোন পরিবার, আগলে রাখা দরকার’, ‘না অন্যায় করি না করতে দিই আমি তুবড়ি’, এরকম ছড়া কেটে কেটে কথা বলছে তুবড়ি।

এছাড়াও তুবড়িও ইঁট ছুড়ছে, বাসন নিয়ে মারমুখী হয়ে আসছে, বঁটি গলায় ধরছে। সেরকম ভাবে খুকুমণিও সবজি দিয়ে মারধর করে সবাইকে। খুকুমণির অনেক ভক্তর দাবি তুবড়ি খুকুমণির স্টাইল কপি করছে।

You cannot copy content of this page