আরজি কর কাণ্ডে (RG Kar Incident) এখনও দোষীরা শাস্তি পাননি। উত্তপ্ত সময়ের মধ্যেই একাধিক ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। আমজনতা পথে নেমেছেন। পথে নেমেছেন তারকারাও। বারংবার ঘুরে ফিরে উঠে আসছে মেয়েদের নিরাপত্তার প্রশ্ন।
৩৬ ঘণ্টা ডিউটি করছিলেন, তারপরেই এক হাসপাতালের অন্দরেই নারকীয়ভাবে ধর্ষণ করে খুন হয়ে যান চেস্ট ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এই ঘটনায় তোলপাড় গোটা দেশ। নারকীয় এই ঘটনার প্রতিবাদে সরব নানা শ্রেণি ও পেশার মানুষ।
কী বলা হয়েছে আর্টিস্টস ফোরামের তরফ থেকে প্রকাশ্যে আসা প্রেস বিজ্ঞপ্তিতে?
ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আপনারা সকলেই জ্ঞাত আছেন, সম্প্রতি কলকাতা শহরের বুকে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আরজি কর মেডিক্যাল কলেজে কর্মরত অবস্থায় এক তরুণী চিকিৎসক ধর্ষিত ও খুন হয়েছেন।’
ঘটনার প্রাথমিক বিবরণ দেওয়ার পর আর্টিস্ট ফোরামের তরফ থেকে প্রকাশ্যে আসা ওই বিজ্ঞপ্তিতেl আরও জানানো হয়, ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম এই নারকীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে, দ্রুত ও যথাযত তদন্তের দাবি জানাচ্ছে ও সংশ্লিষ্ট দোষী/দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে। আমরা নির্যাতিতার পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি ও ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তাঁরা যেন সুবিচার পান।’
যদিও এই বিজ্ঞপ্তি প্রকাশের পর কেউ কেউ লিখছেন, এতদিনে আর্টিস্ট ফোরামের ঘুম ভাঙলো। অন্য এক নেটিজেন লিখছেন, ‘ইতিহাস সৃষ্টি করলেন শিল্পী ফোরাম, এই প্রেস রিলিজ আসছিল না বলেই দোষীদের শাস্তি দিতে দেরি হচ্ছিল, এবার সব ফটাফট সমাধান হয়ে যাবে।