রুদ্রদাকে পছন্দ নয়, কীরকম ছেলে চাই আমাদের ধারার? নিজের মুখেই বিশেষ ক্রাইটেরিয়া জানালেন আইপিএস অফিসার বসুন্ধরা!

টলিউডের নতুন মুখ হলেও ইতিমধ্যে বেশ পরিচিতি লাভ করে ফেলেছে অভিনেত্রী অর্কজা আচার্য। স্টার জলসার ওগো নিরুপমা ধারাবাহিকে

অভিনয় করার পাশাপাশি বর্তমানে জি বাংলার মিঠাই ধারাবাহিকে আইপিএস অফিসার বসুন্ধরার চরিত্রে এই নায়িকার অভিনয় দর্শক সাদরে গ্রহণ করেছে। জানতে চান নায়িকা ব্যক্তিগত জীবনে স্বামী হিসেবে কেমন মানুষ চান?

নিজের সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তার যোগ্য পাত্রের বর্ননা দিয়েছেন অর্কজা। এমন একজনকে বিয়ে করতে চান তিনি যিনি ভালো রান্না করতে পারেন। নায়িকার কাছে মানুষের রূপ বিশেষ গুরুত্বপূর্ণ নয় খিদেটা আগে।

তাই যিনি ভাল রান্না করে তাকে খাওয়াতে পারবেন, তিনিই হবে নায়িকার উপযুক্ত স্বামী। খুব বেশি দাবি নয় নায়িকার। সব মেয়েরাই চায় তার মনের মানুষ যেন তাকে আদর যত্নে রাখে। অর্কজা সেটাই চায়। তাহলে যারা এখনো সিঙ্গেল হয়েছে তাদের জন্য খুব ভালো সুযোগ। আর যারা রান্না করতে পারে তাদের জন্যে তো সোনায় সোহাগা।

arkoja acharya

টলি পাড়া সূত্রে কানাঘুষো খবর মিঠাইয়ের ‘বসুন্ধরা’ চরিত্রের পর অন্য একটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে নিরুপমা ওরফে অর্কজা আচর্যকে। এমনকি নায়িকা ডিজিটাল পর্দায় কাজ করতেও বেশ আগ্রহী। ইতিমধ্যে ডিজিটাল পর্দায় কাজ করার কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।

You cannot copy content of this page