বাংলার প্রতিবাদী ছোট বউ দেবিকা মুখার্জিকে মনে আছে? কোথায় তিনি এখন?

 

 

 

 

অঞ্জন দত্তের বউমাকে নিয়ে হওয়া সিনেমাগুলো বক্সঅফিসে একসময় তুমুল শোরগোল ফেলেছিল। বড় বউ, মেজ বউ এর পাশে আবার জেগে উঠেছিলেন প্রতিবাদী ‘ছোট বউ’। তিনি যেন হয়ে উঠেছিলেন বাংলার গৃহবধূদের প্রতিবাদের মুখ।

সেই সময়ে যথেষ্ট হিট হয় সিনেমাটি। এই চরিত্রটিতে প্রাণ সঞ্চার করেছিলেন সুন্দরী অভিনেত্রী দেবিকা মুখার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জীর বিপরীতে অভিনয় করে এই অভিনেত্রী ভালভাবেই স্থান করে নেন দর্শকদের মনে।

কিন্তু এখন একেবারেই হারিয়ে গেলেন ছোট বউ! বলা ভালো বাংলা সিনেমা যত আধুনিক হতে শুরু করল, দেবিকা মুখার্জির অস্তিত্ব কমতে থাকে। আজ এত বছর পেরিয়ে তার মনে রয়েছে আক্ষেপ। ‘ছোট বউ’ পরিচয়ের গন্ডির মধ্যেই সীমাবদ্ধ হয়ে থেকে গেলেন। কিন্তু তিনি তো আরও ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন। কিছুই আর হলো না।

কিন্তু এখন মেয়ের মুখে যখন শোনেন সোশ্যাল মিডিয়াতে নেটিজেনরা তাঁর সম্পর্কে জানতে চান, তখন আবেগ বাঁধ মানে না তাঁর। আবার যেই তিনি দেখেন যে তাঁর বলা ডায়লগ নিয়ে মজা হচ্ছে, তখন তাঁর আবার কষ্ট হয় বৈকি। একসময়ে চরম জনপ্রিয় হলেও আচমকা বিয়ের পর যেন উধাও হয়ে যান দেবিকা।

বিয়ের পর কিছুদিন মন দিয়ে সংসার করে তিনি আবার কলকাতায় এসে যাত্রা করতে শুরু করে দেন। টলিউড থেকে সরে এলেও যাত্রা তাঁকে যেনো প্রাণ এনে দিয়েছিল।

Back to top button