আর একদিন। তার পরেই নতুন বছর শুরু হয়ে যাবে। মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়ার সঙ্গে সঙ্গে প্রভাব পড়ে টেলিভিশনেও। নতুন বছরে অনেক নতুন নতুন খবর আসে এবং তার পাশাপাশি বাঙালি দর্শকরা চায় তাদের প্রিয় পুরনো তারকারা নতুন রূপে ফিরে আসুক।
২০২২ সালের এমন অনেক তারকা রয়েছেন যাদের দর্শকরা ২০২৩ সালে আবার ফিরে পেতে চায়। আসলে এই একটা বছরে বাংলা টেলিভিশনে এমন অনেক তারকা উঠে এসেছেন যারা প্রথম কাজের মধ্যে দিয়েই তাদের অভিনয়ের ছাপ ফেলেছেন দর্শকদের মনে। আবার এমন অনেক তারকা রয়েছেন যারা দু একটি কাজের পর টেলিভিশন থেকে উধাও হয়ে গেছেন। তবে দর্শকরা তাদের ভুলতে পারেনি। ভুলতে পারেনি সেই জুটিকেও।
এমনই একটি অতি জনপ্রিয় জুটি হয়ে উঠেছে শন এবং সৃজলা। ঋষি আর পিহু রূপে মন ফাগুনের এই জুটি হাজার হাজার দর্শকদের মন জয় করে নিয়েছিল সিরিয়ালের শুরু থেকেই। সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপ হয়ে গিয়েছিল ভক্তদের।
এখনো নতুন নতুন সিরিয়ালের আগমনের খবর শুনে অপেক্ষা করছে দর্শকরা এই জুটির ফিরে আসার। তার মধ্যে শন ব্যানার্জীর ভক্তদের সংখ্যা অগুনতি। মাঝে মাঝেই তারা প্রার্থনা করছে অভিনেতাকে যেন আবার নতুনরূপে ফিরে পায় তারা পর্দায়।
তবে এমনটা যদি হয় তাহলে আপনারা কোন জুটিকে দেখতে চাইবেন? ঋষি পিহু নাকি উজান হিয়া? অর্থাৎ শন-সৃজলা নাকি শন-অনামিকা? স্টার জলসার এই দুই সিরিয়াল অত্যধিক জনপ্রিয়। তাই দুটোর এই জুটি পর্দায় যে কেমিস্ট্রি তৈরি করেছে সেটা ভোলার নয়। আপনাদের কার কেমিস্ট্রি ভালো লাগে?
“অনেকে আমাকে নিয়ে কার্টুন আঁকেন, বেশ লাগে! আমার স্ত’ন এতটা সুন্দর না, যতটা তাঁরা আঁকেন।”— নিজের ‘স্ত’ন-ফোকাসড’ কার্টুন প্রিন্ট করে রেখেছেন! স্বস্তিকার এই হাটখোলা স্বীকারোক্তিতে নেটপাড়ার লজ্জা!