রচনার পর রাজনীতিতে এবার ঋতুপর্ণা? তৃণমূলে যোগ দেবেন ঋতুপর্ণা?

বাংলা চলচ্চিত্রের একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা যোগ দিয়েছেন রাজনীতিতে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের হাত ধরে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে যোগদান করেছেন বহু অভিনেতা-অভিনেত্রীরা। সেইভাবে অনেকবার নাম জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তেরও। বাংলা বিনোদন জগতের এক জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী হলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। ১৯৯০-এর দশকে অভিনয়ে আত্মপ্রকাশ করেন এবং দ্রুত বাংলা চলচ্চিত্রের প্রধান অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন।

গত ২৩ জানুয়ারি তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া উৎসবের প্রথম দিনই বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি চুঁচুড়া উৎসবে অংশগ্রহণের সময় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রাজনীতিতে যোগদানের বিষয়ে প্রশ্ন করা হয়। তিনি স্পষ্টভাবে জানান, রাজনীতি তার জন্য নয় এবং তিনি অভিনয়েই সম্পূর্ণ মনোনিবেশ করতে চান। ঋতুপর্ণা বলেন, “রাজনীতি নিয়ে আমি খুব একটা ভাবি না। কারণ এটা আমার সঙ্গে যায় না। আমি একসঙ্গে দুই কাজ করতে পারি না। রাজনীতি করতে হলে অভিনয় ছাড়তে হবে। আমি সেটা পারব না। অভিনয় নিয়েই থাকতে চাই।”

Rituparna sengupta

এর আগে, ঢাকায় একটি সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের অভিনেতা ফেরদৌস আহমেদ ঋতুপর্ণাকে আওয়ামী লীগে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে ঋতুপর্ণা সেই প্রস্তাবও বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। তিনি উল্লেখ করেন, রাজনীতি জটিল একটি ক্ষেত্র, যা তিনি বুঝতে পারেন না এবং নিজের পেশাগত ও ব্যক্তিগত জীবনের রাজনীতি সামলাতেই তিনি হিমশিম খান। তাই তিনি রাজনীতিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেননি।

এই চুঁচুড়ার মেলাতেও তার অন্যথা হলো না। প্রস্তাব একে ঋতুপর্ণা রাজনীতিতে যোগ দিতে পারেন কিনা সেই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘কোনওদিনই না। আমি রাজনীতির কিছুই বুঝি না, তাই রাজনীতি থেকে দূরে। একজন শিল্পী হিসাবেই সকলের মনে থাকতে চাই।’ অনেকবারই তাঁকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছে। সেই কারণে তাঁকে আবার প্রশ্ন করা হয় যে যদি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে ডাকেন তাহলে কি তিনি যোগ দেবেন রাজনীতিতে ? তাঁর উত্তর আসে, ‘তখন মুখ্যমন্ত্রীকেও বুঝিয়ে বলব বিষয়টা।’

বিশেষ অতিথি হিসেবে চুঁচুড়া উৎসবে উপস্থিত থাকার দরুন নিজের প্রাক্তন সিনেমার গান গেয়ে শোনালেন ঋতুপর্ণা। চুঁচুড়া বাক্সিন রাউন্ডে ১৩ দিন ধরে চলবে এই উৎসব। এদিকে এই উৎসবেই স্টল দিয়েছেন আর‌ও এক অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। যেখানে ১০ শতাংশ ছাড় এর ঘোষণা করেছেন রচনা। এছাড়াও রয়েছে কেনাকাটার ওপর আরও আকর্ষণীয় ছাড় এমনকি বিনামূল্যে মিলবে শাড়ি।

আরও পড়ুনঃ গৃহপ্রবেশ ভক্তদের জন্য দুঃসংবাদ! টিআরপি তালিকায় নড়বড়ে! আসতে না আসতেই বন্ধের মুখে আদৃত-শুভ জুটি?

প্রসঙ্গত, কাজের জায়গায় খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ঋতুপর্ণার প্রযোজনায় বাংলা নতুন ছবি ‘পুরাতন’। আর এই ছবির হাত ধরেই শর্মিলা ঠাকুর বহুদিন পর অভিনয় ফিরবেন। জানা গেছে, গত ৮ ডিসেম্বর শর্মিলা ঠাকুরের জন্মদিনের থেকেই শুরু হয়েছে ছবির শ্যুটিং। এই ছবি পরিচালনা করছেন সুমন ঘোষ।

Notifications Powered By Aplu