এক নুসরতকে ছেড়ে আরেক নুসরাতের প্রেমে হাবুডুবু খাচ্ছেন যশ!তার জন্য শিখছেন গিটার
যশ-নুসরতের প্রেম জীবন যতটা চর্চায় রয়েছে তেমনই যশ রয়েছেন ব্যক্তিগতভাবে। মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’র শ্যুট শেষ। যশ কিন্তু বসে নেই। তিনি মন দিয়ে গিটার বাজানো শিখছেন। তবেই প্রস্তুতিটা তাঁর পরবর্তী সিনেমার জন্য। আসছে অংশমান প্রত্যুষের আগামী ছবি ‘রকস্টার’। আর তাঁর বিপরীতে কাজ করবেন নুসরত। কিন্তু নুসরত জাহান নয়, নুসরত ফারিয়া। আবার গিটার বাজানোর পাশাপাশি চুল বড়ো রাখছেন যশ।
সিনেমা নিয়ে একটি সংবাদ মাধ্যম যোগাযোগ করে পরিচালকের সঙ্গে। তিনি জানান তাড়াতাড়ি ফার্স্ট লুক প্রকাশিত হবে। এই সিনেমায় স্থান পাবে রক শিল্পীদের জীবন। তবে কি রূপম ইসলামের জীবন নিয়েই তৈরি হবে সিনেমা? পরিচালক জানান যে বাংলা রক গান মানেই উঠে আসে রূপম ইসলামের নাম। কিন্তু তিনি বা তাঁর জীবন কোনওভাবেই ছবির সঙ্গে জড়িত নয়।
বৃহস্পতিবার থেকেই যশ নতুন রূপে দেখা দেবেন। কারণ এর আগে অন্য কোনও সিনেমায় এই লুক দেখা যায়নি। এদিকে নায়ক নিজে এই ধরনের সিনেমায় এই চরিত্রে কাজ প্রথম করবেন। তাই তিনিও বেশ খুশি। ইতিমধ্যেই তিনি রক শিল্পীদের জীবনযাপন নিয়ে খুঁটিয়ে পড়াশোনা করছেন। তাই বোঝাই যাচ্ছে একেবারে অনুশীলন করে মাঠে নামবেন যশ। আর নুসরতের সঙ্গে তাঁর কেমিস্ট্রি কেমন জমে সেটাও দেখার।