Yuvaan: ভীষণ ড্রামেবাজ হয়েছে ছোট্ট ইউভান! মায়ের হাসি অবিকল নকল করল সে, হতবাক শুভশ্রীর ভিডিও মুহূর্তেই ভাইরাল নেট পাড়ায়

টলিউডে স্টারকিডদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যদি কাউকে বলা যায় সে হল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর ছেলে ইউভান। জন্মের দিন থেকেই সে সোশ্যাল মিডিয়ায় ভীষণ পপুলার। এমনকি তার নামে বেশ কয়েকটা ফ্যানপেজ ও আছে যেখান থেকে তার দুষ্টু মিষ্টি বিভিন্ন ভিডিও আর ছবি শেয়ার করা হয়।ইউভানের ভিডিও যখন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলী সোশ্যাল মিডিয়াতে ছাড়েন তখন তা বেশ ভালো লাগে জনগণের।

মঙ্গলবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন শুভশ্রী যেখানে নিজের ছেলেকে তাকে বলতে দেখা গেল ড্রামেবাজ! ভিডিওতে দেখা যাচ্ছে শুভশ্রী তাকে হাসি নকল করে দেখাতে বলছেন। আর মায়ের নকল করে অনবরত হেসেই চলেছে ইউভান চক্রবর্তী। তার সেই অবিকল হাসি শুনে আপনিও হেসে ফেলতে বাধ্য। এমনকি শুভশ্রীকে বলতে শোনা গেল এটা কি তোমার হাসির অভিনয় নাকি কান্নার?

ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘দেড় বছরও বয়স হয়নি এখনও ওর।’ সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন #yuvaan #mybaby #acting #dramebaaz। শুভশ্রীর শেয়ার করা এই পোস্টে কমেন্ট করতে দেখা গিয়েছে দেবলীনা কুমার ও দর্শনা বণিককে। ভিডিয়োতে কমেন্ট করেছেন পৌলমীও।

You cannot copy content of this page