নাম না করে সহ-অভিনেতাকে নিয়েই বি’স্ফো’রক অভিযোগে সরব হয়েছিলেন ‘দিতিপ্রিয়া রায়’ (Ditipriya Roy)। এদিন পাল্টা ফেসবুক পোস্টে সমস্ত হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রকাশ্যে আনলেন ‘জীতু কামাল’ (Jeetu Kamal)। একে একে পর্দা সরছে ‘চিরদিনই তুমি যে আমার’-এর (Chirodini Tumi Je Amar) জুটির ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে শ্যুটিং ফ্লোরের অশান্তি পর্যন্ত। এই গুঞ্জনের সূত্রপাত হয়েছিল কিছুদিন আগেই, তখন যদিও জি বাংলা-র তরফে করা একটি ফেসবুক লাইভে পাশাপাশি বসে দুই তারকা সমস্ত বিতর্ককে উড়িয়ে দিয়েছিলেন।
কিন্তু এত সহজে থামেনি বিতর্কের ঢেউ। এবার ব্যক্তিগত কথোপকথনই নতুন মোড় এনে দিল বিতর্কে। উল্লেখ্য, সোমবার রাতে এক দীর্ঘ পোস্টে দিতিপ্রিয়া তোলেন একাধিক অভিযোগ। জানান, সহ-অভিনেতা অ’শা’লীন আচরণ করেছেন, মাঝরাতে মেসেজ করেছেন। এই পোস্টে কারও নাম না থাকলেও, নেটিজেনরা আন্দাজ করে ফেলেন অভিযোগের তীর কার দিকে। এদিকে, দিতিপ্রিয়ার সেই পোস্টের কিছুক্ষণের মধ্যেই পাল্টা পদক্ষেপ জীতু কমলের।
নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন দু’জনের হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট। জীতু লেখেন, “দিতিপ্রিয়া ছোট কিন্তু আমি বড়, তাই একই ভুল করব না।” অভিনেতার দাবি, দিতিপ্রিয়ার পোস্ট সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এখানেই থেমে থাকেননি দিতিপ্রিয়া। মঙ্গলবার সকালে সংবাদ মাধ্যমে বলেন, ‘‘আমি সবটা ঢাকতে চাইছিলাম। কিন্তু ও যখন স্ক্রিনশট শেয়ার করল, তখন তো আর কিছু রাখার নেই। বরং ওই স্ক্রিনশটেই তো প্রমাণ হয়ে গেল যে আমি মিথ্যে বলিনি।
কে কার সঙ্গে মজা করছে, কী বলছে, কে ‘প্রেগন্যান্ট’ কিনা জিজ্ঞেস করছে— এসব কি স্বাভাবিক আচরণ?’ সেটে আমার বান্ধবী রুম্পার চরিত্র যে করছে, সে আমার থেকে অনেক ছোট। তাই বলে আমি কি তাকে মজা করেই হোক বলতে পারি, সে পেগন্যান্ট কিনা? উনি সব জায়গায় বলছেন আমি বাচ্চাদের মতো কাজ করেছি। কিন্তু আমার পর্দা ফাঁস করতে গিয়েই তিনি যে আমার নাম্বারটায় পাবলিক করে দিলেন এটা কোন পরিণত বয়সের কাজ?
ওনার কথাগুলো যদি ইয়ার্কি হয়ে থাকে, তাহলে এমন ইয়ার্কি আমার না বোঝাই ভালো!” এখানেই আরও একবার আক্রমণাত্মক সুরে নিজের অবস্থান স্পষ্ট করেন অভিনেত্রী। অন্যদিকে, জীতুর পাল্টা বক্তব্য, ‘‘ও এখনও ছোট, ওকে বুঝিয়ে কেউ এই কাজ করিয়েছে। তবে আমি কোনও বাচ্চামোতে যাব না! আমি কাজ করতে এসেছি, কাজটাই করব।’’ যদিও সমস্যা যে জল গড়িয়ে অনেক দূর গিয়েছে। সূত্রের দাবি, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষের মধ্যে বিশেষ মিটিং হয়েছে।
আরও পড়ুনঃ ‘‘রাখাল যেদিন সত্যিই মানুষখেকো বাঘের মুখে পড়বে, সেদিন কিন্তু কেউ বিশ্বাস করবে না!”— দিতিপ্রিয়ার ইঙ্গিতপূর্ণ পোস্টের পাল্টা হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করলেন জীতু! সহ-অভিনেত্রীর অভিযোগের জবাবে এবার সামনে আনলেন সব প্রমাণ! মুখ পু’ড়ল নায়িকার
এই পরিস্থিতিতে অভিনেত্রী নিজেও নাকি ‘এনওসি’ তৈরিতে রাজি হয়ে গিয়েছেন। সবচেয়ে বড় চমকে দেওয়ার মতো খবর, এই বিবাদের জেরেই শেষ হয়ে যাচ্ছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। সূত্রের খবর, আগামী সাত দিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে এই ধারাবাহিক। জনপ্রিয়তার শিখর ছুঁয়ে এমন বিতর্কময় পরিণতি, বাংলা টেলিভিশন দুনিয়ার এই অধ্যায় নিঃসন্দেহে বহুদিন মনে রাখবেন দর্শকরা।