শুধু টলিউড বা বলিউড নয়, গোটা বিশ্বে অরিজিৎ সিং নামটি জানে না এমন সংগীতপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। তিনি এখন রীতিমতো গ্লোবাল ফেনোমেনা।যাঁর কন্ঠেই শুধু নয়, ব্যবহার এবং হাভভাবেও মধু ঝরে, তাঁকে মনে না রেখে পারা যায়?
তবে গোটা বিশ্বজুড়ে এতটা জনপ্রিয়তা থাকা সত্বেও অরিজিৎ সিং কিন্তু ভীষণ সাদামাটা। অতি সাধারণ জীবন যাপন এই বাঙালি গায়কের। ঝাঁকরা এলোমেলো চুল, একমুখ দাঁড়ি নিয়ে দেশ-বিদেশের মঞ্চ এভাবেই কাঁপিয়ে চলেছেন তিনি।
কখনো গিটার হাতে, আবার কখনো কিবোর্ডে তাঁর সুর খেলে বেড়াচ্ছে। কিন্তু কখনো খেয়াল করে দেখেছেন অরিজিতের কাঁধে যে গিটারকি ঝোলানো থাকে তাতে কী রয়েছে?
সেই গিটারে গোটা গোটা বাংলা অক্ষরে লেখা রয়েছে একটি নাম। বলা যায় শব্দ। সেই শব্দটি হলো ঝিলিক। কিন্তু এর মানে কী?
তবে শুধুমাত্র ঝিলিক নয়, কোথাও কোথাও আবার লিখে রেখেছেন ঝোরা। আবার একটাই লিখেছেন মিঠি। কারা এরা? হাতে লেখা দেখলে মনে হবে, গিটারে মার্কার দিয়ে নিজেই হাতে যেন লিখেছেন তিনি।
নামটি অরিজিৎ সিং-এর স্ত্রীর নয় কারণ অরিজিতের স্ত্রীর নাম কোয়েল। তাহলে ঝিলিক কে? আসলে শুধু ঝিলিক নয় অরিজিৎ সিং এর এক একটি এমন আরো অনেকগুলি নাম ধরা পড়েছে যা নজর কেড়ে নিয়েছে শ্রোতা ও দর্শকদের।
আসলে এক একটি গিটারের এক একটি নাম। ঝিলিক মিঠি বা ঝোরো- এগুলি সব গায়ক অরিজিৎ সিং এর অ্যাকয়েস্টিক গিটারের এক একটি নাম। কিন্তু গিটারের এমন নামকরণ এর আগে কারোর থেকেই দেখা যায়নি। এর কি বিশেষ উদ্দেশ্য রয়েছে?
এর উত্তর অরিজিৎ সিং ছাড়া আর কেউ দিতে পারবেন না। সে উত্তর এখন অবধি পাওয়া যায়নি। তবে এত বড় মানের আন্তর্জাতিক শিল্পী হয়েও তিনি যে বাংলা ভাষায় বাংলা নামগুলি ব্যবহার করেছেন নিজের গিটারগুলির জন্য তা সত্যিই অনবদ্য।