সুচিত্রা সেনের মেয়ে হয়েও বা’দ পড়েছিলেন সিনেমা থেকে! টলিউডে পা রেখে কোন চ্যা’লেঞ্জের মুখে পড়েছিলেন মুনমুন?

তাঁর চলনশৈলী, তাঁর কথা বলা ধরন সবটাই আর পাঁচটা সেলিব্রিটির থেকে আলাদা। টলিউড ছেড়ে বলিউডেও সুনাম রয়েছে অভিনেত্রী মুনমুন সেনের (Moonmoon Sen)। অভিনেত্রী হওয়ার পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় তিনি মহানায়িকা সুচিত্রা সেনের একমাত্র মেয়ে। দেমাক ও দাপট থাকবে সেটাই স্বাভাবিক। অভিনয় করতে এসে কোনও বি’শেষ সুযোগ পেয়েছিলেন তিনি?

ইদানীং বাংলায় ইন্ডাস্ট্রিতেও স্বজনপোষণ শব্দটা বেশ প্রচলিত। দর্শকের মধ্যে অনেকেই মনে করেন অভিনেতাদের সন্তানেরা ইন্ডাস্ট্রিতে অভিনয় করতে এলে বিশেষ সুযোগ সুবিধা পান। ইন্ডাস্ট্রির অন্দরে কোনও যোগাযোগ থাকলে কাজ পেতে সুবিধা হয়। কিন্তু তা বলে সব সময় যে তা হয় একেবারেই নয়।

munmun sen

অনেকের মতে, প্রথম সুযোগ পাওয়া সহজ হলেও টিকে থাকতে হলে পরিশ্রম ও ভাল কাজ করতেই হবে। তাই সুচিত্রা সেনের মেয়ে হয়েও মুনমুন সেনকে অনেক কাঠখড় পোহাতে হয়। অনেক স্ট্রাগল করতে হয় ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলায় মাটি শক্ত করার জন্য।

সুচিত্রা সেনের মেয়ে হয়েও অনেক কিছু সহ্য করতে হয়েছিল মুনমুনকে। তিনটি ছবি বড় ছবি থেকে বার করে দেওয়া হয়েছিল অভিনেত্রীকে। ঋতুপর্ণ ঘোষ সঞ্চালিত স্টার জলসার জনপ্ৰিয় রিয়েলিটি শো ঘোষ অ্যান্ড কোম্পানি’-তে বিশেষ অতিথি হিসাবে এসে সেকথা বললেন অভিনেত্রী।

আরও পড়ুন: বাহুবলি স্টাইলে মা ও কথাকে র’ক্ষা করল এভি, প্রোমোতে মিলল টান টান উত্তেজনার আভাস

কী কারণে মুনমুনের সঙ্গে এমন ব্যবহার করেছিলেন পরিচালক?

মুনমুন জানান, টলিউডের এক স্বনামধন্য পরিচালক মুনমুনকে তিনটি ছবি থেকে বের করে দিয়েছিলেন। নিজের মুখে মুনমুন জানান, তিনি বরাবরই পিটপিটে। মুম্বই থেকে ফিরেই তাকে যেতে হতে শুটিং ফ্লোরে। তিনি পরিচালককে বলেছিলেন একটা শাড়ি আর ব্লাউজ তাঁর জন্য দেন। পোশাক শিল্পী শাড়ি ধুয়ে দেবে শুনে রেগে যান পরিচালক। ওই দোষেই নাকি তিনটি ছবি থেকে বাদ পড়েন মুনমুন।

 

You cannot copy content of this page