মিঠাইতে সিড-প্রিয়াঞ্জলির বিয়ের দিন ফাঁস হবে সমস্ত সত্যি? আগামী এপিসোড গুলো টানটান হতে চলেছে মিঠাইতে

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। সুখে-দুখে মিষ্টি মুখে আমরা দেখতে দেখতে এই সিরিয়ালের সঙ্গে দেড় বছর কাটিয়ে ফেলেছি। এখন সিরিয়ালে চলছে রিকি দ্য রকস্টারের পার্ট।যেটা সাধারণ মানুষ আর নিতে পারছেন না সেইসঙ্গে আবার যুক্ত হয়েছে প্রিয়াঞ্জলির মতো তৃতীয় চরিত্র।

সিদ্ধার্থ আর মিঠাই এর দূরত্ব টা কিছুতেই পছন্দ করছে না সাধারণ মানুষ।তাদের আরো সবথেকে অবাক লাগছে যে এই তিন মাসে সিড নাকি এখনো বুঝতেই পারেনি তাকে কে মার্ডার করতে চাইল।গতকাল নিজের মুখে সিদ্ধার্থ এই কথা বলেছে ফলে সাধারণ মানুষ বুঝতেই পারছেন না যে তাহলে এই তিন মাস ধরে সিদ্ধার্থ কী করলো?

কিন্তু এর মধ্যেই শোনা গেল একটি খবর।আমরা অনেকেই জানি যে সিরিয়ালগুলোতে সাধারণত বিয়ের দিন সমস্ত সত্যি ফাঁস হয়। বাংলা সিরিয়ালের ধারাটা এরকমই যে বিয়ের দিন আসল সত্যি চলে আসবে সামনে আর সেই বিয়েটা হয় না।যেভাবে মিঠাই এর গল্প এগোচ্ছে তাতে মনে হয় প্রিয়াঞ্জলির বাবা রিকির সঙ্গে প্রিয়াঞ্জলির বিয়েটা দিয়েই ছাড়বে। এটা যদি গল্প হয় তাহলে আর সহ্য করতে পারবেন না মিঠাই ভক্তরা।

এরমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রিয়াঞ্জলির কিছু বিয়ের সাজে ছবি‌। এই দেখেই অনেকে ঘাবড়ে গেছেন তাহলে কি সত্যি সত্যি বিয়ের দৃশ্য আছে নাকি মিঠাইতে? শেষ পর্যন্ত কিনা তাদের প্রিয়াঞ্জলির সঙ্গে সিডের বিয়ে দেখতে হবে?

অত ঘাবড়াবার কিছু নেই।এগুলো প্রিয়াঞ্জলি চরিত্রে যিনি অভিনয় করছেন সেই অনুরাধা মুখার্জির অন্য প্রোজেক্টের ছবি।তবে অনেক দর্শক অনুমান করছেন যে খুব সম্ভবত সিড আর প্রিয়াঞ্জলির বিয়ে দেওয়া হবে আর সেই দিন সিড সমস্ত সত্যিটা সামনে নিয়ে আসবে।

You cannot copy content of this page