Amazon-এ Redmi 9A ফোনের বিক্রি সবথেকে বেশি। সেল শুরু হওয়ার পর থেকে এই ফোন প্রায় দেড় লাখের উপর রিভিউ পেয়েছে। এই ফোনের দাম ৮ হাজার টাকা। তবে সেলের কারণে এই ফোনে মেলে ২ হাজার টাকার ছাড়। ফলে এর দাম গিয়ে দাঁড়ায় ৬ হাজারে। এই ফোনের এক্সচেঞ্জ অফার ৭ হাজারেরও বেশি। তাই এক্সচেঞ্জ অফার অন্তর্ভুক্ত থাকলে, এই ফোন পাওয়া যাবে বিনামূল্যেই।
Redmi 9A ফোনটির আসল দাম ৮,৪৯৭ টাকা। তবে সেলের কারণে এই ফোনের দাম ৭,৪৯৯ টাকা। আপনি সিটিব্যাঙ্ক বা Axis Miles & More ক্রেডিট কার্ড দিয়ে এই ফোনটি কিনলে ১০ শতাংশ বা হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আপনি যদি সিটিব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে ইএমআইতে এই ফোন কেনেন, তাহলে ১,২৫০ টাকার মতো ছাড় পেতে পারেন।
দেখে নেওয়া যাক Redmi 9A ফোনে-
- ফোনের স্ক্রিন সাইজ ৬.৫৩ ইঞ্চি ও এতে একটি HD+ মাল্টি-টাচ ক্যাপাসিটিভ টাচস্ক্রিন রয়েছে।
- AI পোর্ট্রেট, AI সিন রিকগনিশন, HDR, প্রো মোড।
- ৫এমপি সেলফি ক্যামেরা ও ১৩ এমপির প্রধান ক্যামেরাসহ পাওয়া যায় এই ফোন।
- Android v10 হল অপারেটিং সিস্টেম ও Mediatek Helio G25 অক্টাকোর প্রসেসর রয়েছে ফোনে।
- এই ফোনে রয়েছে 5000mAH লিথিয়াম-পলিমার পাওয়ারফুল ব্যাটারি, যা দু-দিন ধরে চলে।
- এই ফোনে রয়েছে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমরি। যা ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়।
- ফোনে ডুয়াল সিমের বিকল্প রয়েছে। এর ফলে দুটি ন্যানো সিম ব্যবহার করা যায়।
- ফোনের সাথে পাবেন পাওয়ার অ্যাডাপ্টার, ইউএসবি কেবল, সিম ইজেক্ট টুল, ওয়ারেন্টি কার্ড ও ইউজার গাইড।