টলিউডের আবার এক বর্ষীয়ান শিল্পী অসুস্থ। গত 22 বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন টলিউডের বিখ্যাত পরিচালক তরুণ মজুমদার। গত সপ্তাহে কিডনির সমস্যা নিয়েই এসএসকেএম হাসপাতালে ভর্তি হন এই বর্ষীয়ান পরিচালক।কিডনির সমস্যা ছাড়াও বর্ষীয়ান পরিচালকের ফুসফুসে সংক্রমণ ছিল, হৃদযন্ত্র বিকল হওয়ার মত পরিস্থিতিও তৈরি হয়।
এই খবর শুনে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েন তাঁর অনুরাগীরা বিশেষ করে টলিউডের যে সকল শিল্পী তার সঙ্গে কাজ করেছেন তাদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। এই মুহূর্তে তরুণ বাবুকে আইসিইউতে রাখা হয়েছে। তার করোনা পরীক্ষাও করা হয়েছে।এরপর যখন তার হৃদযন্ত্র বিকল হওয়ার মতো অবস্থার সৃষ্টি হয় তখন তাকে সিসিইউ’তে নেওয়া হয়েছে।
বর্ষীয়ান এই পরিচালক এখন একদম খেতে পারছেন না। তাকে রাইস টিউব দিয়ে খাওয়ানো হচ্ছে। চিকিৎসকদের মূলত চিন্তায় ফেলেছে তার বয়স এবং সংক্রমণের আশঙ্কা। তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে যান তার জন্য কামনা করছেন সকলেই।
“আমার হাত দেখে কি মনে হচ্ছে, আমি কি কাপড় কাচার জন্যই জন্মেছি? ডু ইউ থিঙ্ক সো!”— ঐন্দ্রিলার দাম্ভিক মন্তব্যে সমাজ মাধ্যমে তোলপাড়! ‘কেন, কাপড় কাচা কি খারাপ জিনিস? বরং না পারাটাই লজ্জার!’ ‘এত অহংকার ভালো না, হঠাৎ পরিস্থিতি বদলে গেলে কি হবে জানেন?’— নেটপাড়ার কটাক্ষ!