স্টার জলসায় নতুন নতুন সিরিয়াল আসছে গত কয়েকমাস ধরে। দর্শকদের মন জয় করার জন্য জলসা সিরিয়াল নিয়ে আসছে। তবে রিসেন্ট কিছু সিরিয়ালে এমন কিছু কার্যকলাপ শুরু হচ্ছে যা দেখে মাথা গরম হয়ে গেছে দর্শকদের।

সাহেবের চিঠিতে সাহেবকে বিয়ে করে চিঠি চলে এসেছে, এখন শ্বশুরবাড়িতে এসে ভোগ রাঁধছে সরকারি চাকরি পাওয়া পিওন চিঠি, মাধবীলতা সবুজকে বিয়ে করল বিশ্বাস করে, নবাব বিয়ে করল নন্দিনীকে। এবার দর্শকরা ভয় পাচ্ছে, যে শঙ্কর-ঐশানীর এই সপ্তাহেই বিয়ে হয়ে যাবে।

এই শুরু হল সোমবার থেকে, হয়ত গল্প এই সপ্তাহেই এমন মোড় নিল, শঙ্কর বাধ্য হয়ে ঐশানীকে বিয়ে করে নিল। এটা কিছুতেই মেনে নিতে পারবেন না দর্শকরা। তাই সকলেই অনুরোধ করেছেন, জলসা কাকু যেন এত জলদি বিয়ে না দেয়।







“তোর বু’কগুলো আমায় খুলে দে না, লাগিয়ে নিই!”— মীরের অপমানজনক মন্তব্যে সেদিন রুখে দাঁড়িয়েছিলেন স্বরলিপি চট্টোপাধ্যায়! নিজের আত্মসম্মান রক্ষায় মুখ খুললেও জুটেছিল বিদ্রুপ! এতদিন বাদে সবটা খোলসা করলেন তিনি!