৯০ দশকে অঞ্জন চৌধুরীর অনেক জনপ্রিয় সিনেমাতে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা চন্দ্রলাল চৌধুরীকে। তবে এনাকে বাংলার দর্শক চেনেন চাঁদু চৌধুরী নামেই। সব ধরনের চরিত্রে সাবলীলতার সাথে অভিনয় করতে পারতেন। কৌতুক চরিত্র থেকে শুরু করে নেতিবাচক চরিত্র সবকিছুতেই অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছিলেন চাঁদ চৌধুরী। তার অভিনীত কিছু উল্লেখযোগ্য ছবি হল,’ছোট বউ’, ‘বড় বউ’, ‘মেজ বউ’, ‘শ্রদ্ধাঞ্জলি’, ‘শ্রীমান ভূতনাথ’, ‘ইন্দ্রজিৎ’, ‘নাচ নাগিনী নাচ রে’, ‘সংঘর্ষ’ প্রভৃতি।
লক্ষ্মী পূজার দিন সকালে প্রয়াত হন এই অভিনেতা। দশমীর দিন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন এই অভিনেতা তারপরে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এতদিন হাসপাতালে ভর্তি থাকার পরে লক্ষ্মী পুজোর দিন ৭৯ বছর বয়সে মারা যান তিনি।
এই দিন অভিনেতা সাহেব ভট্টাচার্য ও তার সোশ্যাল মিডিয়ায় এই খবরটি প্রথম প্রচার করেন। অভিনেতা চাঁদু চৌধুরীর একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “‘চলে গেলেন ৯০’ এর দশকের অন্যতম চরিত্র অভিনেতা চাঁদু চৌধুরী। চাঁদু জেঠুর হাত ধরে আমি প্রথম বার যাই ডিরেক্টর অঞ্জন চৌধুরীর ঘরে NT-1 স্টুডিওতে। আমার জীবনের প্রথম ছবি “সংঘর্ষ” তার সুবাদে পাওয়া। তাঁর আত্মার শান্তি কামনা করি। ভালো থেকো চাঁদু জেঠু।”
সূত্রের খবর পুরো পুজোতে তিনি সুস্থ ছিলেন তবে দশমীর দিন হঠাৎই অসুস্থতা বোধ করেন। তারপরে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয় কিন্তু অবশেষে লক্ষ্মীপুজোর দিন সকালেই তিনি মারা যান। পুজোর আমেজের মধ্যেই বাংলা চলচ্চিত্র জগত তার কিংবদন্তি অভিনেতাকে হারালো।