বাংলা টেলিভিশনে বিনোদনমূলক চ্যানেলগুলিতে একের পর এক আসছে নতুন ধারাবাহিক। সম্প্রতি স্টার জলসা এসেছে পঞ্চমী এবং বাংলা মিডিয়াম। তারপরে আরো দুটো নতুন ধারাবাহিক খুব শীঘ্রই আসতে চলেছে যাদের প্রথম ঝলক সামনে এসে গেছে। একটি হল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ এবং অন্যটি হলেও মেয়েবেলা।

এছাড়া আরো একটি নতুন ধারাবাহিকের খবর টেলিপাড়ায় ঘুরে বেড়াচ্ছে। যার নাম হলো সোনায় সোহাগা। আর এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী তৃণা সাহা, অভিনেতা কৌশিক রায় এবং ইন্দ্রাশিষ রায়কে। এবার আরো একটি নতুন ধারাবাহিক আসার খবর প্রকাশ্যে এলো। যার নাম রামপ্রসাদ।

প্রসঙ্গত এর আগেও বাংলা টেলিভিশনে ঠাকুর বা মনীষীদের নিয়ে ধারাবাহিক হয়েছে। যেমন স্টার জলসায় দেখা গেছে বামাক্ষ্যাপা জি বাংলায় রানী রাসমণিতে দেখা মিলেছে শ্রী রামকৃষ্ণ দেবের। এবার রামপ্রসাদ আসার খবরে যারা ঠাকুর দেবতার ধারাবাহিক দেখতে পছন্দ করেন তারা বেশ উৎসাহী।
প্রসঙ্গত এখনো জানা যায়নি এই ধারাবাহিকে ঠিক কোন অভিনেতাকে রামপ্রসাদের ভূমিকায় দেখতে পাওয়া যাবে। খুব শীঘ্রই তা প্রকাশ্যে আসবে। খবর অনুসারে এই ধারাবাহিক আসতে চলেছে সুরিন্দর ফিল্মস প্রোডাকশনের। ২ রা জানুয়ারি থেকে স্টার জলসায় যে নতুন ধারাবাহিক আসতে চলেছে মেয়েবেলা সেটিও সুরিন্দর ফিল্মস প্রোডাকশনের। এরই মধ্যে ধারাবাহিকের লুক সেট এখন চলছে। ডিসেম্বরেই হবে ধারাবাহিকের প্রমো শুট। এবং জানুয়ারি মাস থেকে শুরু হবে শুটিং। এছাড়া এখনো আর কোনো খবর পাওয়া যায়নি।







‘মেয়েটাকে দেখলেই ওর বাবার কুকীর্তি আর অন্য সন্তানের সঙ্গে হওয়া অন্যায়ের কথা মনে পড়ে যায়!’ সোশ্যাল মিডিয়ায় কৃষভিকে নজিরবিহীন আক্রমণ নেটিজেনের! রেগে আগুন শ্রীময়ী