Jisshu Sengupta: সঞ্চলনা বাদ, আবার অভিনয়ে ফিরছেন যীশু সেনগুপ্ত! এবার সরাসরি ছোটপর্দায় সুযোগ! হবেন শ্রীচৈতন্য

বহুমুখী প্রতিভা সম্পন্ন টলিউড অভিনেতাদের মধ্যে একজন হলেন যীশু সেনগুপ্ত। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। টলিউডের পাশাপাশি বলিউড ও দক্ষিণী সিনেমার আঙিনাতেও প্রবেশ করেছেন অভিনেতা। যদিও এখনো তাঁকে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় ছোটপর্দায়। বর্তমানে ‘সুপার সিঙ্গার সিজন ৪’-এর সঞ্চালনার দায়িত্বে রয়েছেন তিনি। এই ছোটপর্দা দিয়েই একদিন সফর শুরু করেছিলেন যীশু সেনগুপ্ত।

ফের টেলিভিশনে শ্রীচৈতন্যের অবতারে ধরা দিচ্ছেন যীশু। ফিরতে চলেছেন একেবারে নতুন ভূমিকায়। শ্রীচৈতন্যের অবতারে যীশুকে দেখে সকলের মনে কৌতূহল তিনি কি পর্দায় শ্রীচৈতন্যে ভূমিকায় অভিনয় করবেন? তবে পরে ‘সুপার সিঙ্গার সিজন ৪’ নতুন প্রোমো দেখে সবটা পরিষ্কার হয়।

আসলে নতুন ছবিতে নয় বরং ‘সুপার সিঙ্গার সিজন ৪’ মঞ্চেই শ্রীচৈতন্যদেবের অবতারে ধরা দেবেন যীশু। স্টার জলসার এক জনপ্রিয় রিয়ালিটি শো হল ‘সুপার সিঙ্গার সিজন ৪’। এখানে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা যীশু সেনগুপ্ত।এই রিয়ালিটি শো এর এক প্রতিযোগী হলেন অনুরাধা। সুপার সিঙ্গারের মঞ্চে তিনি শ্রীচৈতন্যদেবের ভজন কীর্তন গান গাইবেন।

আর তাঁর গানেই মুগ্ধ হয়ে শ্রী চৈতন্যদেবের রুপে অভিনেতা যীশু হাজির হবে। তবে যীশু সেনগুপ্তকে শ্রীচৈতন্যদেবের লুকে অসাধারণ মানিয়েছে। সকলেরই দাবি, মহাপ্রভুর মায়াবী রূপে যীশু সেনগুপ্তকে দুর্দান্ত মানিয়েছে। তাকে এই নতুন রূপে দেখে মুগ্ধ তার অনুরাগীরাও।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে সুপার সিঙ্গারের মঞ্চে উপস্থিত হবেন পাঠান ছবির ‘হামে তো লুট লিয়া’ গানের শিল্পী শিল্পা রাও। শিল্পা রাও-এর গানে বিচারক মোনালি ঠাকুর, রুপম ইসলাম, সান সহ সকলেই মেতে উঠবেন। পাশাপাশি গায়ক অনুপমের অসাধারণ কণ্ঠ মন ভোলাবে সকলের। সবমিলিয়ে জমজমাট হতে চলেছে ‘সুপার সিঙ্গার সিজন ৪’।

You cannot copy content of this page