Maa Serial: মা সিরিয়ালের ছোট্ট ঝিলিক আর বিল্টুকে মনে আছে তো? সিরিয়াল শেষের পর আর দেখা যায়নি একসঙ্গে! কত বড় হয়েছে ওরা? নস্টালজিক নেটিজেন

বাংলা ধারাবাহিকের দুনিয়ায় কিছু কিছু ধারাবাহিক চিরকালীন হয়ে রয়েছে। এই ধারাবাহিক গুলির আলাদাই কদর, গুরুত্ব, আবেগ রয়েছে দর্শকদের মনে। আর তেমনই একটি ধারাবাহিক হল ‘মা'(Maa)। সিরিয়াল প্রেমী বাঙালির নিশ্চয়ই মা ধারাবাহিকটি মনে আছে? মেয়েকে হারিয়ে তাঁকে খুঁজে পাওয়ার এক অদম্য লড়াই লড়া মায়ের কাহিনী চোখে জল এনেছিল দর্শকদের। মা ও মেয়ের এই গল্প মন ছুঁয়ে গিয়েছিল বাঙালি দর্শকদের।

উল্লেখ্য, একটা সময় বাংলা টেলি জগতকে কাঁপিয়েছিল এই সিরিয়ালটি।‌ মায়ের সঙ্গে মেলায় মেয়েকে হারিয়ে ফেলার গল্পকে ঘিরে এগিয়ে চলে এই সিরিয়াল। এই ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মহুয়া হালদার ও মেয়ের চরিত্রে অভিনেত্রী তিথি বসু। আর ঝিলিকের ভাইয়ের চরিত্রে
অভিনেতা আয়ুষ দাসকে।

actor
শেষের দিকে গল্পের গরু গাছে উ‌ঠলেও টিআরপি রেটিংয়ে নিজের স্থান ধরে রেখেছিল এই ধারাবাহিক। ২০০৯ সাল থেকে শুরু হওয়া এই ধারাবাহিক শেষ হয় ২০১৪ সালে। এই ধারাবাহিকে ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শিশু শিল্পী তিথি বসু। ছোট্ট বয়সে তাঁর অসম্ভব পরিপক্ক অভিনয়ের জন্যই জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিকটি। স্টার জলসার পর্দায় শুরু হওয়া এই ধারাবাহিকের পর্ব সংখ্যা পেরিয়েছিল ১৫০৮। আজ‌ও এই ধারাবাহিকের কথা বললে নস্টালজিক হয়ে পড়েন দর্শকরা।

একদিকে ঝিলিক ওরফে তিথি যেমন বড় হয়েছে তেমন‌ই বড় হয়েছে বিল্টু ওরফে আয়ুষ‌ও। সম্প্রতি ঝিলিক খুঁজে পেয়েছে তাঁর দাদা বিল্টুকে। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিথি বসু একটি ছবি পোস্ট করেন। যা দেখে নস্টালজিয়ায় ভাসছেন দর্শকরা।আসলে এদিন ঝিলিক তাঁর ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে দেখা গেছে তিথির ভাই আয়ুষ দাসকে। এই ছবি পোস্ট করে তিথি সোশ্যাল মাধ্যম ফেসবুকে লেখেন, ‘বিল্টু আর ওর হারিয়ে যাওয়া দিদি পরী (ঝিলিক)! অবশেষে দিদিকে খুঁজে পেল তার ভাই! এবার এক সঙ্গে মাকে খোঁজা হবে!’

উল্লেখ্য, এই পোস্টের মধ্যে দিয়ে তিনি নিজেদের অফস্ক্রিন সম্পর্কের কথাও জানান। তাঁদের বন্ডিংয়ের বিষয়ে লেখেন, ‘অনস্ক্রিন ভাই হতে হতে কবে যে সত্যিই নিজের ভাই হয়ে গেছে বুঝিনি!’ এক‌ইসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন যে প্রায় এক দশক পর তিনি তাঁর ভাইয়ের সঙ্গে দেখা করলেন।