বর্তমানে বাংলা ধারাবাহিকের ট্রেন্ড অনুযায়ী এখন এক একটি ধারাবাহিকের মেয়াদ খুব বেশি হলে ছয়-সাত মাস। ‘মিঠাই (Mithai)’, ‘গাঁটছড়া’র (Gaatchora) মতো কিছু ধারাবাহিক এক, দুই বছরের গন্ডি পেরিয়েছে। যদিও সম্প্রতি একাধিক চ্যানেলে বিভিন্ন সিরিয়াল বন্ধ হয়ে চালু হয়েছে একাধিক নতুন সিরিয়াল। কিন্তু তা সত্ত্বেও কোথাও গিয়ে বাঙালির সিরিয়াল প্রেমে খামতি আসেনি। এখন নিত্যদিন টেলিভিশনের পর্দায় আসছে নতুন নতুন ধারাবাহিক। উল্লেখ্য, জি বাংলা হোক বা স্টার জলসা সব চ্যানেলেই এখন নতুন নতুন ধারাবাহিকের সমাহার।
আর এই নিত্য নতুন ধারাবাহিকের ভিড়ে বাংলা ধারাবাহিকের দুনিয়ায় কিছু কিছু ধারাবাহিক চিরকালীন হয়ে রয়েছে। এই ধারাবাহিক গুলির আলাদাই কদর, গুরুত্ব, আবেগ রয়েছে দর্শকদের মনে। আর এবার এই এত্তো ধারাবাহিকের ভিড়ে দর্শকদের ভোটে বেছে নেওয়া হল সেরা পাঁচ ধারাবাহিককে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা-
১৫০০র বেশি ভোট নিয়ে সেরা ধারাবাহিক হয়েছে অরণ্য-পাখির ‘বোঝে না সে বোঝেনা।’ স্টার জলসার পর্দায় এই ধারাবাহিক রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল বঙ্গদর্শক কূলকে। একটি হিন্দি ধারাবাহিক রিমেক ছিল এই ধারাবাহিকটি। যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকারের অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের। ৮৫০র বেশি ভোট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় জি বাংলার পর্দায় চলা ধারাবাহিক ‘মিঠাই’ ও স্টার জলসার একদা জনপ্রিয় ধারাবাহিক ‘কিরণমালা।’
উল্লেখ্য, এরপর ৫৪০র বেশি ভোটে তৃতীয় স্থান দখল করেছেন জি বাংলার পর্দায় কিছুদিন আগে শেষ হওয়া ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়!’ উর্মি-সাত্যকির এই পথচলা দারুণ উপভোগ করেছিলেন দর্শকরা। ৫০০ বেশি ভোট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ও এই মুহূর্তে টিআরপি তালিকায় শ্রেষ্ঠ ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া।’ আর পঞ্চম স্থানে রয়েছে একটা সময় বাংলা টেলি জগতকে কাঁপানো ধারাবাহিক ‘মা।’ এক মায়ের মেলায় মেয়েকে হারিয়ে ফেলার গল্পকে ঘিরে এগিয়ে চলে এই সিরিয়াল। শেষের দিকে গল্পের গরু গাছে উঠলেও টিআরপি রেটিংয়ে নিজের স্থান ধরে রেখেছিল এই ধারাবাহিক। ২০০৯ সাল থেকে শুরু হওয়া এই ধারাবাহিক শেষ হয় ২০১৪ সালে। এই ধারাবাহিকে ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন শিশু শিল্পী তিথি বসু। ছোট্ট বয়সে তাঁর অসম্ভব পরিপক্ক অভিনয়ের জন্যই জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিকটি।