স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক এক্কাদোক্কা। যদিও ধারাবাহিকের নাম এক্কাদোক্কা তাহলেও এই ধারাবাহিকে চারজনের প্রেমপর্ব দেখানো হচ্ছে। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখনীতে স্টার জলসা পর্দায় এই মুহূর্তের অন্যতম ধামাকাদার ধারাবাহিক হল এক্কাদোক্কা।
যদিও এই ধারাবাহিক ঘিরে বিতর্কের অন্ত নেই। যথারীতি লীনা গঙ্গোপাধ্যায়ের অন্যান্য ধারাবাহিকের মতো এই ধারাবাহিকেও শুরুর গল্প এবং বর্তমান গল্পের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। ৩৬০ ডিগ্রী ঘুরে গেছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকের মূল জুটি রাধিকা-পোখরাজকে ভেঙে তৈরি হয়েছে দুটি আলাদা আলাদা জুটি। তৈরী হয় পোখরাজ-রঞ্জাবতী জুটি এবং রাধিকা-অনির্বাণের জুটি। গল্পের মূল জুটি ভেঙে চৌচির।
স্টার জলসার পর্দায় সাহেবের চিঠি ধারাবাহিক দিয়ে ফিরেছিলেন অভিনেতা প্রতীক সেন। তাঁর বিপরীতে ছিলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। কিন্তু এই ধারাবাহিকটি সম্পূর্ণভাবেই ব্যর্থ হয়। এরপরই এই ধারাবাহিকের সেকেন্ড লিড চরিত্রে ফেরেন জনপ্রিয় নায়ক প্রতীক সেন। ‘সাহেবের চিঠি’ ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর এক্কাদোক্কা ধারাবাহিক ডক্টর অনির্বাণ গুহর চরিত্রে তাঁকে ফিরিয়ে আনেন লীনা গঙ্গোপাধ্যায়।
আসলে তাঁর এবং সোনামণি সাহার জুটি এর আগে ব্যাপক হিট হয়। আর সেই কারণেই জুটি ভেঙে তৈরী হয় নতুন জুটি। রাধিকা ও অনির্বাণের বিয়ের কার্যত ঠিক হয়ে গিয়েও ভেঙে যায়। কিন্তু সেই সময় রাধিকার পেটে থাকা একটি টিউমারকে সবাই ভুল বুঝে ভাবে যে রাধিকা প্রেগন্যান্ট। অনির্বাণ সেইসময় যাচ্ছেতাই ভাবে অপমান করে রাধিকাকে। কিন্তু পরে ভুল বুঝতে পারে নিজের।
একটি বড় দুর্ঘটনায় চলার ক্ষমতা হারায় অনির্বাণ। আর এই সময়ে অনির্বাণের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রাধিকা। কিন্তু বিগত কিছুদিন যাবৎ পর্দায় দেখা মিলছিল না অভিনেতা প্রতীক সেনের। তাহলে কী ধারাবাহিক ছাড়লেন তিনি? চিন্তায় ছিলেন তাঁর ভক্তরা। না আসলে জানা গেছে, পাঁচ দিনের জন্য ছুটি নিয়েছিলেন তিনি। আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন প্রযোজনা সংস্থাকে। আর সেই কারণেই পর্দায় দেখা মিলছিল না অভিনেতার। যদিও ইতিমধ্যেই শুটিংয়ে ফিরেছেন তিনি।