পিছিয়ে গেল এক্কা দোক্কা, এগিয়ে গেল পঞ্চমী! খেলা ঘুরল টিআরপিতে! আগেভাগেই জেনে নিন কী হতে চলেছে কাল

বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে একাধিক সব ধারাবাহিকের ভিড়। সবাই যে যার মতো করে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নেমেছে। আর সেই লড়াইয়ে কিছু কিছু ধারাবাহিক কিছু কিছু ধারাবাহিককে টেক্কা দিয়ে দিচ্ছে নিয়মিত।

আসলে প্রত্যেক সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী ভাগ্য পরীক্ষা হয় বাংলা টেলিভিশনের পর্দায় চলা বিভিন্ন ধারাবাহিকগুলির। বলা যায় দর্শকদের মতো এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত কলাকুশলীরাও রীতিমতো এই টিআরপি তালিকা দেখার জন্য উদগ্রীব হয়ে থাকেন। প্রিয় ধারাবাহিকটি সেরা ১০-এ জায়গা করে নিতে পারলো তো? এই উত্তেজনা কাজ করে সবার মধ্যেই।

গত সপ্তাহে টিআরপি তালিকায় শ্রেষ্ঠ হয়েছিল কে?

প্রসঙ্গত উল্লেখ্য , গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী প্রথম পাঁচে এখন দাপট দেখাচ্ছে শুধুই জি বাংলার। প্রথম স্থান যথারীতি দখলে রেখেছে জলসার অনুরাগের ছোঁয়া। দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী, তৃতীয় স্থানে ফুলকি, চতুর্থ স্থানে রাঙা বউ ও পঞ্চম স্থানে নিম ফুলের মধু। স্টার জলসার ধারাবাহিক এক্কাদোক্কাতে রাধিকা-অনির্বাণের তুলকালাম বিবাহ পর্ব দেখে অনেকেই ভেবেছিলেন খেলনা বাড়িকে হারিয়ে স্লট লিডার হবে এক্কাদোক্কা। কিন্তু সেটাও হয়নি।

তবে চলতি সপ্তাহে কিন্তু রীতিমতো ধামাকাদার হতে চলেছে টিআরপি তালিকা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ভাগ্য নির্ধারিত হয় বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির। আর এবার দেখার কী কামাল করতে পারে জলসা ও জি-এর পর্দায় চলা ধারাবাহিকগুলি। কিন্তু টিআরপি তালিকা দেখার জন্য কাল পর্যন্ত কেন অপেক্ষা করবেন? আজ‌ই তা দেখে নিতে পারেন।

বৃহস্পতিবারের বদলে আজ কিভাবে দেখা যাবে টিআরপি তালিকা?

আসলেই সম্প্রতি একটি তালিকা প্রকাশিত হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি বাংলা ধারাবাহিকের নাম। এই যেমন সবার প্রথমে রয়েছে তুঁতে।‌ যদিও শোনা যাচ্ছিল টিআরপি তালিকায় নাকি এই ধারাবাহিকটি তেমন ভালো কিছু করে দেখাতে পারছে না কিন্তু এই সপ্তাহে কামাল হয়ে গেছে। এরপর রয়েছে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক সন্ধ্যাতারা। তারপর পঞ্চমী। যে ধারাবাহিকে আসন্ন দিনে আসতে চলেছে এক বিরাট চমক। এবং সর্বশেষ লীনা গঙ্গোপাধ্যায়ের এক্কাদোক্কা। ‌ অর্থাৎ বলাই যায় এই সপ্তাহে টিআরপিতে একেবারেই কামাল দেখাতে পারেনি, লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকটি। কিন্তু আদৌ কি এটা টিআরপি তালিকা? আরে না না ঘাবড়াবেন না। টিআরপি তালিকা বৃহস্পতিবার নির্দিষ্ট দিনেই প্রকাশিত হয় তার আগে হয় না। এটি হটস্টারের তরফে প্রকাশিত একটি তালিকা যেখানে ধারাবাহিকগুলি সময় অনুযায়ী নথিভুক্ত করা হয়েছে।‌