বিরাট চমক! গৌরী এলোকে হারিয়ে টিআরপিতে স্লট বিজেতা রামপ্রসাদ! স্লট হাতছাড়া গাঁটছড়ার! ঝটপট দেখে নিন হাতেগরম লিস্ট
প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের প্রকাশিত হলো বাংলা ধারাবাহিকগুলির রেজাল্ট। আসলে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় এই টিআরপি তালিকা। আর যা নির্ণয় করে দেয় এই মুহূর্তে কোন ধারাবাহিক কতটা জনপ্রিয়। বলা যায় প্রতি সপ্তাহে সাপ্তাহিক রেজাল্ট আউট হয় বাংলা ধারাবাহিকগুলির।
আর এই ফল প্রকাশের দিকে শুধুমাত্র দর্শকরা তাকিয়ে থাকেন এমনটা নয়, প্রত্যেকটা ধারাবাহিকের কলাকুশলীরাও কিন্তু এই রেজাল্টের দিকে তাকিয়ে থাকেন। আসলে প্রথম পাঁচে বা প্রথম দশে ধারাবাহিক ঢুকতে পারল কিনা সেটা দেখাও তো একটা বড় বিষয়। আর সেই কারণেই ভীষণ রকম গুরুত্বপূর্ণ হচ্ছে টিআরপি তালিকা।
গত সপ্তাহে কোন ধারাবাহিক কেমন ফল করেছিল?
উল্লেখ্য, গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী প্রথম স্থান যথারীতি দখলে রেখেছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া। দ্বিতীয় স্থানে ছিল জি বাংলার জগদ্ধাত্রী, তৃতীয় স্থানে ফুলকি, চতুর্থ স্থানে রাঙা বউ ও পঞ্চম স্থানে নিম ফুলের মধু। অর্থাৎ জি বাংলার চারটি ধারাবাহিক ও স্টার জলসার একটি ধারাবাহিক ছিল প্রথম পাঁচে। আর চলতি সপ্তাহের সেরা পাঁচেও আসেনি কোনও পরিবর্তন।
এই সপ্তাহে কে কেমন ফল করল?
তবে চলতি সপ্তাহে কিন্তু কামাল করে দিয়েছে স্টার জলসার ধারাবাহিক রামপ্রসাদ। বাংলা টেলিভিশনে এখন দুটি চ্যানেলেই চলছে দু’দুটি ভক্তিমূলক ধারাবাহিক। জি বাংলায় চলছে গৌরী এলো অন্যদিকে স্টার জলসায় চলছে রামপ্রসাদ। আর এই দুটি ধারাবাহিকেই কালী মায়ের মাহাত্ম্য দেখানো হয়েছে। কিন্তু এবার জি বাংলার গৌরী এলো’কে হারিয়ে দিল স্টার জলসার রামপ্রসাদ। ৩.৮ পয়েন্ট নিয়ে স্লট লিড করল রামপ্রসাদ। অন্যদিকে গৌরী এলো’র প্রাপ্ত নম্বর ৩.৫।
প্রসঙ্গত উল্লেখ্য, টিআরপি তালিকাতে মুখ থুবড়ে পড়েছে একটা সময় বাংলা টেলিভিশনের পর্দা কাঁপানো এবং টিআরপি তালিকার সর্বশ্রেষ্ঠ স্থানে রাজত্ব করা ধারাবাহিক গাঁটছড়া। এই সপ্তাহে স্লটও হারিয়ে ফেলেছে সে। হ্যাঁ, কথা বলছি জলসার ধারাবাহিক গাঁটছড়ার। এই সপ্তাহে তার প্রাপ্ত নম্বর ৩.৩। অন্যদিকে জি বাংলার মন দিতে চাই পেয়েছে ৩.৮ রেটিং পয়েন্ট।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা –
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৪
২য় •• জগদ্ধাত্রী ৮.৩
৩য় •• ফুলকি ৮.১
৪র্থ •• রাঙা বউ ৭.৭
৫ম •• নিম ফুলের মধু ৭.৩