ক্রমাগত নিম্নমুখী টিআরপি! এক্কা দোক্কাকে হুমকি দিল চ্যানেল! শেষ করবে সিরিয়াল

স্টার জলসার (Star Jalsha) পর্দায় অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো এক্কাদোক্কা (Ekka Dokka)। এই ধারাবাহিকটি দর্শকদের কাছে ভীষণ‌ই প্রিয়। তবে দর্শকদের একাংশের কাছে বলা ভালো। কারণ এই ধারাবাহিকের টিআরপি সেই অর্থে নেই। ক্রমশই নিম্নমুখী এক্কাদোক্কা ধারাবাহিকের টিআরপি। আর সেই কারণেই এবার শোনা যাচ্ছে এক অন্য খবর।

এক্কাদোক্কা ধারাবাহিকে কেন ঢোকানো হয়েছিল প্রতীক সেনকে?

বলাই বাহুল্য, সিনেমা-সিরিয়াল সব ক্ষেত্রেই কিছু কিছু জুটি হঠাৎই দর্শকদের ভীষণ প্রিয় হয়ে ওঠে।‌ দর্শকরা কার্যত ভালবেসে ফেলেন তাদের।‌ তারকারা হয়ে ওঠেন তাদের আপন মানুষ। আর সেই ধারাবাহিক শেষ হয়ে গেলেও দর্শকরা চান যেন ওই জুটি আবার ফিরে আসে। আর এমনই দু’জন তারকা হলেন অভিনেতা প্রতীক সেন ও অভিনেত্রী সোনামণি সাহা। জলসার অন্যতম সফল ‘মোহর’ ধারাবাহিকে অভিনয়ের সূত্রে এই জুটি দর্শকদের কাছে পরিচিত ছিল ‘মোহদীপ’ বা ‘সোনাতিক’ নামে।

মোহর শেষ হয়ে যাওয়ার পর দুজনে দুটি ভিন্ন ধারাবাহিকে অভিনয় করা শুরু করলেও বেশি দিন চলেনি অভিনেতা প্রতীক সেনের ধারাবাহিক সাহেবের চিঠি। এরপর সোনামণির ধারাবাহিক এক্কাদোক্কার টিআরপি বাড়াতে সংযোজন করা হয় এক নতুন চরিত্রের ডঃ অনির্বাণ গুহ। আর সেই চরিত্রেই ফিরিয়ে আনা হয় অভিনেতা প্রতীক সেনকে। আর ব্যাস প্রিয় জুটিকে দেখতে পেয়ে উৎসাহ তুঙ্গে উঠে যায় দর্শকদের।

Bengali serial

প্রতীক যেখানে সোনামণি সেখানে। আর তাই যথারীতি এক্কাদোক্কা ধারাবাহিকের বর্তমান নায়ক সপ্তর্ষি মৌলিক কোণঠাসা হয়ে পড়েন। ‌ তার জীবনেও নিয়ে আসা হয় নতুন এক নায়িকা। অর্থাৎ এক্কাদোক্কা ধারাবাহিকে দুজোড়া জুটি এখন দেখা যায়। যদিও বেশি ফুটেজ পায় রাধিকা-অনির্বাণ জুটি এমনটাই অভিমত দর্শকদের। ‌ কিন্তু প্রতীক সেনকে এই ধারাবাহিকে নিয়ে এসেও ধারাবাহিকের টিআরপিতে হালে পানি দিতে পারেনি চ্যানেল।

প্রযোজনা সংস্থাকে কি হুমকি দিল চ্যানেল?

যেখানে ক্রমশ নিম্নমুখী এক্কাদোক্কা ধারাবাহিকের টিআরপি সেখানে ক্রমশ‌ই উর্দ্ধমুখী জি বাংলার খেলনা বাড়ি ধারাবাহিকের টিআরপি। আর সেই জন্যই এক্কাদোক্কা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে আলোচনায় বসে ছিল চ্যানেল বলে জানা গেছে। আর সেখানে চ্যানেলের তরফে প্রযোজনা সংস্থাকে বলা হয়েছে গল্পে এমন কিছু টুইস্ট আনতে যাতে এক-দুই সপ্তাহের মধ্যে টিআরপি বাড়ে। এবার দেখার কি টুইস্ট আসতে চলেছে এই ধারাবাহিকে! নাকি অচিরেই বন্ধ হয়ে যাবে এক্কাদোক্কা!

You cannot copy content of this page