টেলিপাড়ায় সিরিয়াল বন্ধের খবর নতুন নয়। মাত্র তিন মাস সম্প্রচারের পরেও বন্ধ একাধিক মেগা। চলতি সপ্তাহের বৃহস্পতিবারই শেষ সম্প্রচার হয়ে গেল স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’ -এর। শেষ হয়েছে আরেক ধারাবাহিক খেলনা বাড়ি-ও।
এতকিছুর মধ্যেই টেলিপাড়ায় জোর গুঞ্জন। বন্ধ হচ্ছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’! ইদানিং বেশিরভাগ সিরিয়ালের মেয়াদ মোটে সাত-আট মাস। সেই অনুযায়ী মাত্র ৮ মাসেই নাকি বন্ধ হচ্ছে সুকৃত সাহা ও অয়ন্যা রায় অভিনীত এই সিরিয়াল।

তবে আজকের পর্বে দেখা গেছে, কাবেরীর কথা শুনে কমলা নিজের হাতে মানিককে তৈরি করে দেয়। তাঁকে লাগছিল একেবারে নতুন বরের মত। বাড়িতে চলছে বিয়ের আবহ। কিন্তু এতসবের কিছুই মগজস্থ হয়না মানিক-কমলার। এমন সময় ঘরে আসে বড়মা। বড়মার মুখে মণির সঙ্গে নিজের বিয়ের কোথায় শুনে চমকে গেল মানিক, কমলা দুজনেই।
বিয়েতে পৃথ্বীরাজের মত নেই। কারণ বিয়ে হলেই আলাদা হতে হবে পৃথ্বীরাজ কমলাকে। বড়মা তাঁদের বলে পালিয়ে যেতে। আর এখানেই শেষ হয় এদিনের পর্ব। আসলে, পৃথ্বীরাজের বাবা অসুস্থ। তাঁর চিকিৎসার টাকা জোগাড় করতেই মণির সঙ্গে বিয়ে দিতে বাধ্য হয়েছে তাঁর মা। মনির বাবা সুনীল, বিয়ের পরে যাবতীয় চিকিৎসার খরচ নিজে করবেন বলে কথা দিয়েছেন। তাই এত লুকোচুরি, এত ছক কষাকষি।
আরও পড়ুনঃ শ্রাবণের সঙ্গে সম্পর্ক ছিল অভির! জেনে গেল রোহিনী
উল্লেখ্য, ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-ধারাবাহিকের শ্যুটিং শেষ হবে চলতি মাসের ১১ই নভেম্বর। কালীপুজোর আগেই শ্যুটিং ফ্লোর থেকে বিদায় নিতে চলেছেন কমলা-মানিকরা। যা নিয়ে খানিক মন খারাপ সিরিয়াল প্রেমীদের।
View this post on Instagram






‘লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় সংসার চলে, আবার দাদাদের বাইকও চলে…স্ত্রীরা স্বাবলম্বী হচ্ছে আর স্বামীরাও তেল ভরার টাকা পাচ্ছে!’ সায়নীর মন্তব্য ঘিরে বিতর্ক, ভিডিও ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া নেটপাড়ায়!