স্টার জলসা বা জি বাংলাতে নয়, নতুন চ্যানেলে পসার বাড়াচ্ছে প্রযোজনা সংস্থাগুলি

সিরিয়াল প্রেমীদের জন্য সুখবর। নতুন বছরে চ্যানেলগুলিতে আসছে একগুচ্ছ নতুন বাংলা ধারাবাহিক (Upcoming Bengali Mega Serial)। চলতি বছরেই শেষ হতে চলেছে বেশ কয়েকটি জনপ্রিয় পুরোনো ধারাবাহিক। সেই স্লটেই আসছে নতুনরা। বলা বাহুল্য, আসন্ন বছরের শুরু থেকেই তাই টেলিভিশনের পর্দায় হবে জোরদার টক্কর।

এতদিন বাংলা টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে স্টার জলসা এবং জি বাংলার জনপ্রিয়তাই ছিল তুঙ্গে। বড় বাজেটের সিরিয়াল মানেই জলসা বা জি। টিআরপি টেক্কা চলে মূলত এই দুটি চ্যানেলের মধ্যেই। কিন্তু এবার কোমড় বেঁধে নেমে পড়েছে অন্য এক চ্যানেল।

তবে এবার শুধু জি বাংলা বা স্টার জলসা নয়। টেলি দুনিয়ায় নিজেদের পসার বাড়াতে চান নামী প্রযোজনা সংস্থাগুলি। তাই তারা নিয়েছেন বড় সিদ্ধান্ত। এবার শুধু জি বা স্টারেই তাঁদের সিরিয়াল দেখা যাবে তা নয়। একাধিক নামী প্রযোজনা সংস্থা এবার বিনিয়োগ করবেন নতুন চ্যানেলে। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টস। স্টুডিও পাড়া সূত্রে খবর, স্টার জলসায় স্লট থাকলেও তাঁরা ধারাবাহিক নিয়ে আসছেন অন্য একটি চ্যানেলে।

হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ডিসেম্বর থেকে শুরু হবে এই ধারাবাহিকের শ্যুটিং। নায়ক-নায়িকার লুকসেটও চলছে জোর কদমে। ভাবছেন কোন চ্যানেল? নতুন কোনো চ্যানেল শুরু হতে চলেছে কি?

আসলে সান বাংলায় বিনিয়োগ করতে চলেছে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টস। এই চ্যানেলেই আসবে তাঁদের নতুন ধারাবাহিক। খবর চাউর হতেই শোরগোল পড়েছে নেটপাড়ায়। নতুন চ্যানেলে এই তাঁদের প্রিয় প্রযোজনা সংস্থার নতুন প্রচেষ্টা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা।

আরও পড়ুন: শেষ পর্বে বড় হয়ে গেল মানিক ও কমলা! দেখুন নতুন চরিত্রে কারা এল

অন্যদিকে, স্টার জলসা ও জি বাংলায়ও নতুন বছরে আসতে চলেছে একাধিক নতুন ধারাবাহিক। অ্যাক্রোপলিসের তরফ থেকেই স্টার জলসায় আসছে নয়া ধারাবাহিক তুঁতে। মিসিং স্ক্রুয়ের পক্ষ থেকেও আসছে নতুন ধারাবাহিক যার নাম ঠিক না হলে, লুকসেটের কাজ শেষ। জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরাকে দেখা যাবে এই ধারাবাহিকের মুখ্য ভুমিকায়।