এখন তিনি টলিউডের অন্যতম সুন্দরী নায়িকা এবং পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী। নাম শুভশ্রী গাঙ্গুলী। বড় হয়েছেন বর্ধমানে। আর তারপর এখন টলিপাড়া কাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি। কিন্তু এই যাত্রাপথ একেবারে মসৃন ছিল না তাঁর জন্য।
বর্ধমান থেকে কলকাতায় শুভশ্রী এসেছিলেন শুধুমাত্র অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে। ২০০৬ সালে তিনি আনন্দলোক নায়িকার খোঁজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেরার শিরোপা পান। তবে অভিনয় জগতে প্রবেশ বাংলা নয়, উড়িয়া সিনেমার হাত ধরে। একদিকে যেখানে পরিবারের সকলেই চাকুরিজীবী সেখানে একমাত্র এই মেয়ে নায়িকা হওয়ার স্বপ্ন দেখেছিল। তাই সে রকম ভাবে মা আর দিদি ছাড়া কাউকেই পাশে পাননি শুভশ্রী। তবে হঠাৎ করেই ভাগ্য ফেরে আর মাতৃভূমি সিনেমার মাধ্যমে টলিউডে প্রবেশ করেন শুভশ্রী। ২০০৮ সালের সোহমের বিপরীতে অভিনয় করেন তিনি। আবার সেই বছর বাংলার শ্রেষ্ঠ নবাগতার পুরস্কারও পান শুভশ্রী।
খুব শীঘ্রই কৌশিক গাঙ্গুলী পরিচালিত ধুমকেতু সিনেমায় দেখা যাবে সদ্য মা হওয়া এই নায়িকাকে। এদিকে অভিনয় বাদে ডান্স বাংলা ডান্স নামক রিয়্যালিটি শো-এর বিচারকের পদেও রয়েছেন তিনি।
View this post on Instagram