সোলাঙ্কি, সোনামনি নাকি পায়েল- ২০২৪ সালে সিরিয়ালে আবার কাকে ফিরে আসতে দেখতে চান?

নতুন বছরে বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে থাকছে একগুচ্ছ নতুন ধারাবাহিকের ছড়াছড়ি। নতুন নতুন জুটি বাঁধছেন তারকরা। তবে টিআরপি রেটিং (TRP) একটু কম হলেই ভ্রূকুটি দিচ্ছে চ্যানেল। এই মুহূর্তে, বাংলা টেলিভিশনের বিনোদন চ্যানেলগুলির একটাই লক্ষ্য। টিআরপি তালিকায় এক নম্বর স্থান। দর্শকদের পছন্দকেই প্রায়োরিটি দিচ্ছে সব চ্যানেল।

বাংলা বিনোদনের চ্যানেলগুলিতে টিআরপির লড়াই নতুন কিছু নয়। চ্যানেলগুলির মধ্যে অহরহ চলছে টিআরপি দখলের লড়াই। পরস্পরকে টেক্কা দিতে, চ্যানেলগুলোতে শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক। গল্প একটু ঢিমেতালে এগোলেই বদলে যাচ্ছে স্লট। বন্ধ হচ্ছে সিরিয়াল। তবে যাদের প্রতীক্ষায় ছিলেন দর্শককূল।

• শোলাঙ্কি রায়-
Bengali serial
২০২১ সালের ডিসেম্বর মাসে শুরু হয়েছিল জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’। প্রথম বার দর্শক দেখেছিল গৌরব চট্টোপাধ্যায় এবং শোলাঙ্কি রায়ের জুটি। দর্শকমহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল এই ধারাবাহিক। তবে সোলাঙ্কি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘ইচ্ছে নদী’তে। অভিনেত বিক্রমের সঙ্গে সোলাঙ্কির জুটি সিরিয়াল প্রেমীদের পছন্দের তালিকার শীর্ষে ছিল। তাঁকে এ বছর স্টার জলসা বা জি বাংলা মুখ হিসেবে দেখতে চেয়েছিলেন দর্শককূল।

• সোনামনি সাহা-
sonamoni saha
বছর তিনেক আগের কথা। ২০১৯ সালে প্রথমবার ছোট পর্দায় সামনে এসেছিল এই জুটি। কয়েক মাস যেতে না যেতেই যাঁরা দর্শকের মণিকোঠায় বিরাজ করেন। প্রতীক সেন এবং সোনামণি সাহা। ‘মোহর’ সিরিয়ালের হিট তাঁদের। যদিও এখন দুজনেই আলাদা আলাদা সিরিয়ালের মুখ। সোনামণির শেষ সিরিয়াল ‘এক্কা দোক্কা’। প্রতীক সেনকেও শেষ দেখা গিয়েছিলে ‘সাহেবের চিঠি’ নামক সিরিয়ালে।

আরও পড়ুনঃ অভিনয় ছেড়ে কেমন আছেন “তোমায় আমায় মিলে” খ্যাত রুশা চট্টোপাধ্যায়? এই প্রথম শ্বশুর-শাশুড়িকে নিয়ে বিশেষ পোস্ট

• পায়েল দে-
Bengali serial
লীনা গঙ্গোপাধ্যায়ের ‘দেশের মাটি’ তাঁর পছন্দ বদলে দিয়েছে। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকে ‘উজ্জ্বয়িনী’ ডাকসাইটে সাংবাদিক। সেই থেকেই সাংবাদিকতা ভাল লাগতে শুরু করেছে পায়েল দে-র। সম্প্রতি, ডাক পেয়েছেন একটি পত্রিকার সম্পাদক হিসেবে। পায়েল চোখকান বুজে রাজি হয়েছিলেন! তাই ধারাবাহিকে আপাতত টাটা বাইবাই জানিয়েছেন।