‘আমার ভালোবাসা!’ বাস্তব জীবনে জমে ক্ষীর দুর্জয়-রানীর প্রেম! অর্কপ্রভর সঙ্গে আদুরে ছবি ভাগ করে ভালোবাসা ব্যক্ত করলেন অভিকা

বর্তমান সময়ে দাঁড়িয়ে যে ধারাবাহিকগুলি বাংলা টেলিভিশনের পর্দায় যে ধারাবাহিকগুলি দর্শকদের নজর কেড়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় হলো তোমাদের রানী (Tomader Rani) । বাংলা টেলিভিশন প্রেমীদের অন্যতম জনপ্রিয় চ্যানেল হল স্টার জলসা (Star Jalsha)। এই চ্যানেলটি বাংলা ধারাবাহিকের খোলনচে অনেকটাই বদলে দিয়েছিল। এই চ্যানেল প্রচুর নবাগত অভিনেতা- অভিনেত্রীদের তারকা বানিয়েছেন। এক‌ইসঙ্গে এই চ্যানেলের ধারাবাহিকে কাজ করতে এসে কত অভিনেতা অভিনেত্রী খুঁজে পেয়েছেন তার মনের মানুষকে।

আর এবার আরও একটি পর্দার সম্পর্ক এবার বাস্তব জীবনে প্রেমের রূপ নিতে চলেছে! পর্দার নায়ক-নায়িকা থেকে তারা হয়ে উঠতে চলেছেন বাস্তব জীবনের জুটি। নতুন ধারাবাহিক হিসেবে এই মুহূর্তে দর্শকদের মনের রাজত্ব করছেন সুশান্ত দাসের পরিচালনায় স্টার জলসার পর্দায় চলা ধারাবাহিক তোমাদের রানী। টিআরপি তালিকায় এই ধারাবাহিকের পারফরম্যান্স নজরকারা। একদম নতুন ফ্রেশ এই জুটি খুব‌ই অল্প সময়ের মধ্যে দর্শকদের মন জিতে নিয়েছে।

এই ধারাবাহিকে নবাগত দুই অভিনেতা-অভিনেত্রী অভিনয় করছেন। এই ধারাবাহিকে নায়িকা রানীর চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিকা মালাকার এবং নায়ক দুর্জয়ের চরিত্রে অর্কপ্রভ রায়। অডিশনের মধ্যে দিয়ে এই দুজনকে বেছে নিয়েছেন সুশান্ত দাস। বাস্তব জীবনের রানী কিন্তু এখনও স্কুলের গণ্ডি পেরোয়নি। অন্যদিকে রাগী ডাক্তারবাবুর বয়স ৩১! দুজনের মধ্যেকার এই বিস্তর বয়সের পার্থক্য কিন্তু তাদের সম্পর্কের মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়নি।

শোনা যাচ্ছে দুজনেই একই অপরের প্রেমে পড়েছেন। এবং সেই প্রেম জমে ক্ষীর হয়ে গেছে। সম্প্রতি অর্কপ্রভর সঙ্গে আদুরে ছবি ভাগ করে নিয়েছেন অভিকা। ছবির তলায় ট্যাগ করে বন্ধুত্বের পাশাপাশি ভালোবাসাকেও উদ্ধৃত করেছেন তিনি। আর অভিনেত্রী শেয়ার করায় সেইসব ছবি দেখে দর্শকরা বেশ খুশি হয়েছেন। তাদের পছন্দের জুটি বাস্তব জীবনে জুটি বাঁধছে দেখে উচ্ছ্বসিত তাদের ভক্ত অনুরাগীরা।

কিছুদিন আগেই অভিকা বলেছিলেন, আমরা তো রীতিমতো এখানে দৌড়ে বেড়াই। আমরা একেবারে টম অ্যান্ড জেরি। অভিকার সুরে সুর মিলেয়েই অর্ক বলেছিলেন, ‘আমাদের অফস্ক্রিন বন্ধুত্ব দারুণ জমাট। আপনাদের রানীর পাশাপাশি ও আমার রানী হয়ে উঠেছে। আমাদের মধ্যে কোনও সিক্রেট নেই। এরপর অভিকাকে জড়িয়ে ধরে অর্ক বলেন, আমরা সবটা একে অন্যের সঙ্গে ভাগ করে নি।’