বিরল রোগে আক্রান্ত রূপা! ফের একবার বাবার দায়িত্ব অক্ষম সূর্য, শেষমেষ অর্জুনই কি ভরসার কাঁধ হয়ে উঠবে দীপার?
সূর্য-দীপা আর মিশকার সম্পর্কের টানাপড়েন নিয়ে ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowwa)। স্টার জলসার (Star Jalsha) বেঙ্গল টপার (Bengal Topper) ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম এই ধারাবাহিক (Bengali Serial)। এতদিন চলছিল তিনজনের সম্পর্কের টানাপড়েন। আর এই মুহূর্তে, মিশকা জেলে, আত্ম দংশনে জেরবার সূর্য সকলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পাড়ি দিয়েছে বহুদূর। আর এদিকে দুই মেয়ের দায়িত্ব কাঁধে একা দীপা।
ধারাবাহিকের গল্পে এই মুহূর্তে, বিরল রোগে আক্রান্ত রূপা। দুর্ঘটনার পর থেকে অর্জুনই তাকে চিকিৎসা করে আসছে। আর অর্জুনের ধারণা এই মুহূর্তে রূপা বিরল রোগে আক্রান্ত। ভারতে এর আগে এই ধরনের রোগ দেখা যায়নি। তাই এ নিয়ে বিশেষ তথ্য পাওয়া যায়নি। চিকিৎসা কি করে করবে তা নিয়েও দ্বন্দ্ব রয়েছে তার।
অর্জুন দীপাকে বলে রূপার মেরুদণ্ডের শেষে একটা টিউমার আছে। মেরুদণ্ডের সব রস টিউমারটা শুষে নিচ্ছে। তবে এই মুহূর্তে জিনিসটা ম্যালিগ্লান্ট কিনা জানা নেই। বায়োপসি করতে দেওয়া হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। আর সেই অনুযায়ী নির্ধারিত হবে চিকিৎসা পদ্ধতি।
এরপর হয় পট বদল। রূপা খুঁজতে থাকে তার মাকে। মেয়ের কাছে ছুটে আসে দীপা। তার মুখে মা ডাক শুনে দীপার চিন্তা আরও বেড়ে যায়। মেয়ের চিকিৎসার জন্য চাই আরও ১ কোটি ২৫ লক্ষ টাকা। কোথা থেকে পাবে সে? এক সাধারণ গৃহবধূ, যার সদ্য ডিভোর্স হয়েছে তার পক্ষে কোটি টাকা জোগাড় করা অসম্ভব। তাই সে ভাবে সে আবার ফুলের ব্যবসা শুরু করবে, হোম ডেলিভারির ব্যবসাও শুরু করবে।
মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে মরিয়া হয়ে উঠেছে দীপা। একদিকে রূপার স্বাস্থ্যের চিন্তা। অন্যদিকে, টাকা জোগাড়ের। বাড়ির সকলকে উদ্ভ্রান্তের মতো বলতে থাকে সে কি করে টাকা জোগাড় করবে। দীপাকে এরকম দিশেহারা অবস্থায় দেখে বাড়ির সকলের কপালেই চিন্তার ভাঁজ।