হিজাব বিতর্কে আল্লাহু আকবর স্লোগান! মুসকানকে তিন কোটি পুরস্কার সলমন এবং আমিরের

কর্ণাটকের হিজাব বিতর্ক এখন সোশ্যাল মিডিয়ার এক অন্যতম গরম বিষয়ে পরিণত হয়েছে। ৫ ফেব্রুয়ারি কর্ণাটক সরকার ‘সমতা, অখণ্ডতা এবং জনসাধারণের আইন-শৃঙ্খলাকে বিঘ্নিত করে’ এমন পোশাকের উপর নিষেধাজ্ঞা-সহ সমস্ত স্কুল ও কলেজে একটি ড্রেস কোড বাধ্যতামূলক করার আদেশ জারি করার পরে এই নিয়ে বিতর্ক শুরু হয়। এরপরেই ঘটনাটি একটি অন্যদিকে ঘুরে যায়।

কলেজের মধ্যে বোরখা পরে একটি মেয়েকে হেঁটে যেতে দেখেই কিছু ছেলে তাকে অনুসরণ করে এবং জয় শ্রী রাম শ্লোগান দিয়ে খোঁচা দিতে শুরু করে। হঠাৎ একসময় বিরক্ত হয়ে মেয়েটি আর থাকতে না পেরে চিৎকার করে আল্লাহু আকবর বলে ওঠে। ঐ ছাত্রীর নাম মুসকান খান বলে জানা গিয়েছে। এরপরেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে। এই বিতর্কে স্মাইল হয়েছেন বলিউডের বেশ কিছু মানুষ। এর মধ্যে জাভেদ আখতার বলেন যে আমি কখনই হিজাব বা বোরখা পরার পক্ষে ছিলাম না। তিনি এখনও এরই পক্ষে কিন্তু একইসঙ্গে যে গুন্ডারা একটি মেয়েকে হিজাব পরার জন্য ভয় দেখানোর চেষ্টা করে তাদেরকে ধিক্কার জানান তিনি। তাঁর প্রশ্ন এটাই কি তাদের কাছে পুরুষত্বের ধারণা? এর পাশাপাশি কঙ্গনা, শাবানা আজমি মুখ খোলেন।

তবে এর মধ্যেই আরও একটি খবর ভাইরাল হয়ে যায় যে আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে নিজের ধর্মের পৃষ্ঠপোষকতা করার জন্যে মুসকানকে ৩ কোটি টাকা পুরস্কার হিসেবে দিয়েছেন নায়ক আমির খান ও সলমন খান। এবার তুরস্কের সরকারও নাকি এই মেয়েটিকে ২ কোটি টাকা দেবে। বেশ কিছু ইউটিউবার এই তথ্য শেয়ার করেছে যা চাঞ্চল্য সৃষ্টি করেছে। এর পরেই এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। শেষে সত্যতা যাচাই সংস্থা ‘factly’ ঘোষণা করে যে এই খবরের কোনো সত্যতা নেই। এটি একটি ভুয়ো খবর। মেয়েটিকে কেউ কোনও টাকা দেয়নি।