বিনোদন দুনিয়ায় ফের দুঃসংবাদ! অভিনেত্রী মালা সিনহার জীবনে নেমে এল অন্ধকার

ভারতীয় সিনেমার একসময়কার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। বাংলা, হিন্দি সহ নেপালি ভাষাতেও সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। অভিনয় জগতে তিনি পা রেখেছিলেন শিশু শিল্পী হিসেবে। বাংলা সিনেমা রোশনারার মাধ্যমে পর্দায় ডেবিউ করেছিলেন তিনি। ১৯৫৪ সালে পর্দায় মুক্তি পায় তাঁর প্রথম হিন্দি সিনেমা বাদশাহ। তিনি উনিশের দশকদের ৬০টির বেশি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়কারী অভিনেত্রী মালা সিনহা (Mala Sinha)

স্বামীকে হারালেন অভিনেত্রী মালা সিনহা:

এবার সংবাদ আসল অভিনেত্রী মালা সিনহার বিষয়ে। কাছের মানুষকে হারালেন অভিনেত্রী মালা সিনহা। দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত অভিনেত্রীর স্বামী চিদাম্বারাম প্রসাদ লোহানি। সংবাদ সুত্রে খবর, বহুদিন ধরেই বার্ধক্য জনিত রগে ভুগছিলেন চিদাম্বরম প্রসাদ। মুম্বাইয়ে বাইরে এক শান্ত জায়গায় নিয়ে গিয়ে স্বামীর দেখাশোনা করছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। ২৯ এপ্রিল সোমবার শারিরিক অসুস্থতার কারণে প্রয়াত হয় অভিনেত্রীর স্বামী।

নায়িকা নয়, গায়িকা হতে চেয়েছিলেন মালা সিনহা, বদলে ছিলেন নাম :

নেপালি- ক্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মালা সিনহা। তাঁর বেড়ে ওঠা কলকাতায়। আলদা সিনহা।কিন্তু এই নাম শুনলেই তাঁকে ডালডা বলে রাগাতেই সকলে। এর জেরেই নিজের নাম পাল্টে বেবি নাজমা রাখেন অভিনেত্রী। পরে সিনেমা জগতের জন্য মালা সিনহা নামটিকে ব্যবহার করেন তিনি। যদিও প্রথমে অভিনেত্রী নয়, বরং গায়িকা হতে চেয়েছিলেন মালা সিনহা। অল ইন্ডিয়া রেডিওর সংশয়পত্র পাওয়া গায়িকা তিনি।

বাংলা এবং হিন্দি সিনেমায় চুটিয়ে অভিনয় করেছিলেন মালা সিনহা:

তবে অভিনেত্রী হিসেবেই বেশি সুখ্যাতি অর্জন করেছেন মালা সিনহা। পাঁচের দশক থেকে সাতের দশক পর্যন্ত চুটিয়ে অভিনয় করেছেন মালা সিনহা। পিয়াসা, আনপার, দিল তেরা দিওয়ানা, গুমরাহ, হিমালয় কি গোদ মে, আঁখের মতো বহু হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তাঁর বাংলা সিনেমার তালিকায় আছে কবিতা, শহরের ইতিকথা, পৃথিবী আমারে চায়, লুকোচুরির মতো সিনেমা। ১৯৮৪ সালের জিত সিনেমায় শেষবার দেখা গেছিল ৮৭ বছরের এই অভিনেত্রীকে।

আরও পড়ুন: ফাঁস হয়ে গেল পলাশ-প্রতীক্ষার কেলেঙ্কারি! শেষমেশ নিজেদের করা অপরাধ স্বীকার করল কুটিল জুটি! কি শাস্তি রয়েছে তাদের কপালে?

ভালোবেসেই মালা সিনহা হাত ধরেছিলেন চিদম্বরমের:

নেপালি সিনেমা মাটি ঘরে অভিনয় করার সময় চিদাম্বরম প্রসাদ লোহানির সঙ্গে মালা সিনহার দেখা হয়। সিনেমার শুটিংয়ে একে অপরের প্রেমে পড়েন দুজনে। শোনা গেছে সিনেমা শেষ হওয়ার পর চিদাম্বরমকে নিজের মনের কথা জানিয়ে চিঠি লিখেছিলেন অভিনেত্রী। ১৯৬৬ সালে নেপালি এবং ক্রিস্টান মতে দুজনের বিয়ে হয়। বিয়ের পর বহুদিন নেপালে ছিলেন চিদাম্বারাম। রিয়েলেস্টেটের ব্যবসা ছিল তাঁর। পরে মুম্বাইয়ে থাকা শুরু করেন দুজনে। তাঁদের মেয়ের নাম প্রতিভা সিনহা। তিনিও কাজ করেছেন একাধিক বলিউড সিনেমায়। অভিনেত্রীর সুস্থ জীবন কামনা করি।