একটা সময়ে বাংলা ধারাবাহিকে (Bengali Serial) প্রাধান্য পেত প্রধান নায়ক ও প্রধান নায়িকা। তাই নায়ক-নায়িকা হওয়ার ইঁদুর দৌড়ে ছুটত সকলে। যদিও এখন দিন বদলেছে। মুখ্য চরিত্রের পাশাপাশি জনপ্রিয়তা বেড়েছে পার্শ্ব চরিত্রের। বাংলা ধারাবাহিকে (Bengali Serial) এমন নজির বিরল নয়।
অনেক অভিনেত্রী মুখ্যচরিত্র থেকে কাজ করছেন সাইড রোলেও। কারণ দিনের শেষে কথা বলে পারফরম্যান্স। দর্শক পছন্দ করেন তাদের, যারা ভাল অভিনয় করতে পারেন। তেমনই এক অভিনেত্রী রূপসা চক্রবর্তী (Rupsa Chakraborty)। বর্তমানে মানে যিনি জগদ্ধাত্রী ধারাবাহিকের কৌশিকী মুখার্জি।
জি বাংলার বেঙ্গল টপার ধারাবাহিক জগদ্ধাত্রী। টানা দু’বছরের বেশি সময় ধরে সম্প্রচারিত হয়ে আসছে। বেঙ্গল টপারের শিরোপাও উঠেছিল তাঁর মাথায়। তবে ইদানীং গল্পে আগ্রহ হারাচ্ছেন দর্শক। যদিও এখনও অবধি প্রথম পাঁচে জায়গা ধরে রেখেছে জ্যাস স্যানালের গল্প।
দর্শকমহলে বহুল প্রশংসিত কৌশিকী মুখার্জি ওরফে রূপসা চক্রবর্তী
ইতিপূর্বে অভিনেত্রীকে দেখা গিয়েছে গঙ্গারাম, খোকাবাবুর মতো একাধিক ধারাবাহিকে। জগদ্ধাত্রী ধারাবাহিকে তাঁর অভিনয় ছাপিয়ে গিয়েছে নায়িকা জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিকেও। ধারাবাহিকে জগদ্ধাত্রীকে কৌশাম্বী গোয়েন্দা রূপে সহায়তা করে। রূপসার চরিত্রটি খানিক ‘গোয়েন্দা গিন্নি’র পরমা মিত্রের জায়ের মতো।
আরও পড়ুন: জি বাংলায় খারাপ খবর! ৭০০ পর্বেই বিদায় নিচ্ছে জগদ্ধাত্রী! মন খারাপ হবে কি আপনাদের?
যে কোনও কেসে ধাঁধার উত্তর খুঁজে পেতে ভাতৃবধূ জ্যাস স্যানালকে সাহায্য করেন তিনি। এই মুহূর্তে তিনি প্রধান চরিত্রের থেকে অনেক বেশি প্রশংসা পাচ্ছেন দর্শকমহলে। অনুরাগীদের মতে, রূপসা চক্রবর্তী একজন বহুমুখী প্রতিভার অধিকারিণী।