শীতের মরশুমে দর্শকদের মন জয় করতে আসছে মানসী সিংহ পরিচালিত দ্বিতীয় ছবি ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই বহুপ্রতীক্ষিত ছবি। পরিচালক মানসীর প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল, আর তাই দ্বিতীয় ছবির প্রতি দর্শকদের প্রত্যাশাও তুঙ্গে। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), চন্দন সেন (Chandan Sen), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) সহ আরও জনপ্রিয় অভিনেতারা। প্রথমে শোনা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কেও (Saswata Chatterjee) দেখা যাবে এই ছবিতে, তবে শেষ পর্যন্ত তাঁকে দেখা যাবে না।
গল্পের মূল কেন্দ্রে রয়েছে একটি পুরনো বাড়ি , যা বর্তমান প্রজন্মের কাছে ফিরিয়ে আনার সংগ্রাম নিয়ে। একজন চিকিৎসক ও একজন আইনজীবীর সহায়তায় সেই বাড়িটি ফিরে পেতে চায় বর্তমান প্রজন্ম। মানসীর মতে, এই গল্পে এক অদ্ভুত মানবিক দিক রয়েছে, যা মানুষকে ভাবাবে এবং ছুঁয়ে যাবে তাঁদের হৃদয়। তিনি বলেন, “একটা সিনেমা মানেই নায়ক-নায়িকা নয়; গল্পটাই আসল। মানুষ আজও সিনেমাহলে আসেন একটি ভালো গল্প দেখার জন্য।” এই আত্মবিশ্বাসেই দ্বিতীয় ছবিতে সাহসী পদক্ষেপ নিয়েছেন পরিচালক।
অভিনেত্রী অপরাজিতা আঢ্য তাঁর চরিত্র নিয়ে বেশ আশাবাদী। তিনি বলেন, “আমাদের জীবনের অনেক কিছুই কেমন যেন হারিয়ে যাচ্ছে। কিন্তু এই সিনেমা আমাদের জীবনের মূল সম্পর্কের টান, শিকড়ের টান ফুটিয়ে তোলে।” অপরাজিতা আরও বলেন, “মানসীদির গল্পটা খুব সুন্দরভাবে আমাদের ও জীবনযাপনের ইচ্ছাগুলোকে তুলে ধরে। আশা করছি, দর্শকদের এই গল্পটি ভাল লাগবে।”
আরও পড়ুনঃ ‘পড়াশোনা নিয়ে এখন ভীষণ ব্যস্ত’, আদৃতদার সঙ্গে কাজটা করতে পারলে ভালো হত, অকপট স্বীকারোক্তি দেবের নায়িকা সৃজার
মানসী সিংহ তাঁর প্রথম ছবি দিয়ে ব্যাপক সফলতার স্বাদ পেয়ে আত্মবিশ্বাসী। তাঁর বিশ্বাস, ভালো থাকলে নায়ক-নায়িকা ছাড়াই সিনেমা চলতে পারে। তিনি বলেন, “গল্পের বিষয়বস্তুই আসল।” ক্রিসমাসের ছুটিতে সম্পর্কের গল্প দেখতে আসবেন বলে নির্মাতারা আশাবাদী।