বাড়িভাড়া থেকে ফ্ল্যাট কেনা, হেয়ার ড্রেসার গিল্ডের হুমকির মুখে কেশসজ্জা শিল্পী!

হেয়ার ড্রেসার গিল্ডের বিরুদ্ধে ফের অভিযোগ তুললেন কেশসজ্জা শিল্পী মুনমুন দত্ত (Munmun Dutta)। তিনি দাবি করেছেন, গিল্ডের সদস্যরা শুধু কাজের জায়গাতেই নয়, তাঁর ব্যক্তিগত জীবনেও হস্তক্ষেপ করছেন। এই অভিযোগের তির বিশেষত শ্রাবণী দত্ত (Shraboni Dutta) এবং সীমা ঘোষের (Seema Ghosh) দিকে। অভিযোগ, পারিবারিক সমস্যায় জড়িয়ে পড়েই তাঁকে হুমকি দেওয়া হয়েছে এবং শারীরিক আঘাতও করা হয়েছে।

খারিজ হল মুনমুন দত্তের অভিযোগ!

মুনমুন জানিয়েছেন, টালিগঞ্জের ৯৭ নম্বর ওয়ার্ডে নতুন ফ্ল্যাট কেনার পর থেকেই সমস্যা শুরু হয়। তাঁর দাবি, কমন জায়গায় বাইক পার্কিং নিয়ে বচসার জেরে বাড়িওয়ালা শ্রাবণীর কাছে অভিযোগ জানান। এরপর শ্রাবণী ৫-৬ জন লোক নিয়ে এসে তাঁকে মারধর করেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে হুমকিসূচক বার্তা পাঠান। ঘটনাটি নিয়ে তিনি স্থানীয় কাউন্সিলর মলয় মুখোপাধ্যায়ের (Malay Mukhopadhyay) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে মুনমুন বলেন, “ফ্ল্যাট কেনার পর থেকেই বাড়িওয়ালার সঙ্গে ঝামেলা শুরু হয়। শ্রাবণী এসে হুমকি দেন এবং গায়ে হাত তোলেন। এতদিন জানতাম না বাড়িওয়ালা তাঁর আত্মীয়। এর ফলে আমি কাজ হারানোর আতঙ্কে রয়েছি।” এই বিষয়ে তিনি ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের (Swaroop Biswas) সঙ্গেও যোগাযোগ করেছেন।

অন্যদিকে, অভিযুক্ত শ্রাবণী দত্ত দাবি করেছেন /যে সমস্ত অভিযোগই মিথ্যে। তিনি বলেন, “মুনমুনই আগে বাড়ির লোকের গায়ে হাত তোলেন। গিল্ডের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। আমাদের মিথ্যে ফাঁসানোর চেষ্টা চলছে।” একইসঙ্গে তিনি আরও দাবি করেছেন, এই ঘটনা গিল্ডের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে ঘটানো হচ্ছে।

আরও পড়ুন: ‘ডিভোর্স মিটে আজ আমরা বন্ধু…’, জন্মদিনে বিচ্ছেদ নিয়ে অকপট ইন্দ্রাশিস

তবে সীমা ঘোষ কোনও মন্তব্য করতে রাজি হননি। পুরো ঘটনাটি এখন প্রশাসনের হাতে। স্থানীয় কাউন্সিলর আশ্বাস দিয়েছেন যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে গিল্ডের বিরুদ্ধে বারবার অভিযোগ ওঠায় সংগঠনের কাজকর্ম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।